For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় অক্ষয় কুমারের নাম, শীর্ষে কাইল জেনার

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় অক্ষয় কুমারের নাম, শীর্ষে কাইল জেনার

Google Oneindia Bengali News

ফোর্বসের তৈরি একশোজন সর্বাধিক রোজগেরে সেলেবদের তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে ঠাঁই পেলেন বলিউডের অক্ষয় কুমার। ঠিক আগের বছরের মতোই। তবে তাঁর ক্রমপর্যায় বেড়ে গিয়েছে। গতবার তিনি ৬৫ মিলিয়ন ডলার রোজগার করে ৩৩ নম্বরে ছিলেন। এবার তিনি ৫২ নম্বরে। রোজগার ৪৮.৫ মিলিয়ন ডলার। বৃহস্পতিবার ফোর্বসের বার্ষিক তালিকায় সবার ওপরে নাম রয়েছে কাইল জেনার ও কেন ওয়েস্ট, এই দু’‌জনই সর্বাধিক রোজগেরে সেলেব। তবে পিছিয়ে নেই ক্রীড়া জগতও, রজার ফেডেরার ও লিওনেল মেসিও রয়েছে শীর্ষ দশে।

তালিকায় প্রথম কাইল জেনার

তালিকায় প্রথম কাইল জেনার

ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী জেনারের উপার্জন গত এক বছরে ৫৯০ মিলিয়ন ডলার, কাইল কসমেটিক বিক্রি করেই অধিকাংশ উপার্জন হয়েছে ২০১৯ সালে। ২২ বছরের জেনার, যিনি কিম কার্ডাশিয়ানের অর্ধ-বোন হিসাবে পরিচিত, একসপ্তাহ আগেই তিনি শিরোনামে এসেছিলেন। কোটির বিক্রি পর্যালোচনার পর ফোর্বস জানিয়েছিল যে কেউ এই কথাটা বিশ্বাস করবে না যে জেনার এখন বিলিয়নেয়ার, এক বছর আগেই এই ঘোষণা করা হয়েছিল। যদিও জেনার তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে মূল ফোর্বসের অনুমান অনেকগুলি ভুল বিবৃতি এবং অপ্রমাণিত অনুমান এর উপর ভিত্তি করে ছিল।

ভারতীয় হিসাবে একমাত্র নাম অক্ষয়ের

ভারতীয় হিসাবে একমাত্র নাম অক্ষয়ের

৫২ বছরের অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন হলিউডের তারকা উইল স্মিথ (৪৪.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৬৯ নম্বরে) ও অ্যাঞ্জেলিনা জোলিকে (৩৫.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৯৯ নম্বরে)। এছাড়াও বলিউডের ‘খিলাড়ি' হারিয়ে দিয়েছেন রেহানা (৬০), কেটি পেরি (৮৬), লেডি গাগা (৮৭) ও জেনিফার লোপেজের (৫৬) মতো খ্যাতনামা পপ তারকাকে। ফোর্বস অক্ষয় কুমারকে বর্ণনা করেছে ‘বলিউডের সর্বাধিক উপার্জনকারী'‌ হিসেবে। জানানো হয়েছে, করোনা ত্রাণে তাঁর ৪.৫ মিলিয়ন ডলার দানের বিষয়েও।

ফোর্বসের তৃতীয় তালিকায় নাম কেন ওয়েস্টের

ফোর্বসের তৃতীয় তালিকায় নাম কেন ওয়েস্টের

র‌্যাপার কেন ওয়েস্ট রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ২০২০ সালের মে থেকে জুন পর্যন্ত ১৭০ মিলিয়ন ডলার আয় করেছেন। বেশিরভাগই উপার্জন এসেছে তাঁর ইজি স্নিকার ব্র‌্যান্ড অ্যাডিদাস থেকে। ওয়েস্টের পরই রয়েছে এলটন জনের নাম, যিনি তাঁর বিদায়ী সফর থেকে ৮১ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। তালিকায় প্রথম দশে রয়েছেন রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, অভিনেতা ও কমেডিয়ান টাইলার পেরি, ফুটবলার নেইমার, টেলিভিশন হোস্ট হাওয়ার্ড স্টারন এবং আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেবারন জেমস। অভিনেতা ডোয়েন জনসন রয়েছেন একাদশ স্থানে।

নতুনরাও রয়েছে ফোর্বসের তালিকায়

নতুনরাও রয়েছে ফোর্বসের তালিকায়

ফোর্বসে এ বছর জায়গা করে নিয়েছে নতুনরাও। হ্যামিলটনের পরিচালক লিন-ম্যানুয়েল মিরান্ডা (‌৪৫.‌৫ মিলিয়ন ডলার)‌ ও সঙ্গীতশিল্পী বিলি ইলিশ (‌৫৩ মিলিয়ন ডলার)‌-এর নাম রয়েছে তালিকায়।

'পারিশ্রমিক পাইনি' , ২০১৮ -এ মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে শ্রীলেখার পোস্ট, পাল্টা জবাব পরিচালক সৌকর্যের 'পারিশ্রমিক পাইনি' , ২০১৮ -এ মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে শ্রীলেখার পোস্ট, পাল্টা জবাব পরিচালক সৌকর্যের

English summary
Akshay, 52, has surpassed Hollywood stars Will Smith and Angelina Jolie,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X