For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই সন্তান কোলে অমিতাভ, শেয়ার করলেন বাহুবলীর আগেই তাঁর সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়েছে

দুই সন্তান কোলে অমিতাভ, শেয়ার করলেন বাহুবলীর আগেই তাঁর সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়েছে

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সমসাময়িক বিষয় থেকে শুরু করে নিজের সিনেমার কিছু ছবি দিয়ে পুরনো স্মৃতিকে উস্কে দেওয়া স্বভাব বিগ বি–এর। এবারও তার ব্যতিক্রম হল না। '‌অমর আকবর অ্যান্টনি’‌ ক্লাসিক ছবির ৪৩ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে তিনি শুটিং–এর পেছনের দৃশ্যের পুরনো একটি ছবি দিয়ে এবং তার সঙ্গে বাহুবলী ছবির উল্লেখ করে পোস্ট করেন।

ছবির সেটে শ্বেতা ও ছোট্ট অভিষেক

অমিতাভ এই ছবিতে ‘‌অ্যান্টনি'‌র চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সহ দুই অভিনেতা হলেন বিনোদ খান্না (‌অমর)‌ ও ঋষি কাপুর (‌আকবর)‌। ১৯৭৭ সালের ২৭ মে এইদিনই এই ছবিটি মুক্তি পায়। ১৯৭৪ সালে অমিতাভের কন্যা শ্বেতার জন্ম হয় এবং ১৯৭৬ সালে জন্ম হয় অভিষেকের। এই ছবির শুটিংয়ের সময় তাই অভিষেক নিছকই শিশু। ছবির সেটের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন অমিতাভ। যেখানে শ্বেতাকে আদর করছেন বাবা অমিতাভ এবং অভিষেক তাঁর কোলে। বিগ বি লেখেন, ‘‌শ্বেতা এবং অভিষেক আমার সঙ্গে অমর আকবর অ্যান্টনির সেটে দেখা করতে আসে। মাই নেম ইস অ্যান্টনি গনস্লাভিস গানের শুটিং হচ্ছিল হলিডে ইনের বলরুমে। এটা সমুদ্রের সামনে তোলা ছবিটি। আজকে ৪৩ বছর পূর্ণ হল!‌'‌

টুইটে মন খুলে বলেন পুরনো কথা

মনমোহন দেশাই পরিচালিত ‘‌অমর আকবর অ্যান্টনি'‌ ছবিতে ছিলেন নীতু সিং, পরভীন বাবি, শাবানা আজমি, নিরুপা রয়, প্রাণ, জীবন, ইউসুফ খান, আমজাদ খান ও রঞ্জিত। অমিতাভ আরও বলেন, ‘‌আমায় যখন মন জি এই সিনেমার চিত্রনাট্য শোনান এবং ছবির নাম বলেন, আমার তখন মনে হয় ওঁনার মাথা খারাপ হয়ে গিয়েছে। ৭০ দশকের সময়ে যেখানে ছবির নাম হচ্ছে ‘‌বহেন ভাবি ও ‘‌বেটি'‌, সেখানে এই নামটি অনেকটাই অন্যরকম।'‌ তিনি আবারও পোস্টে লেখেন, ‘‌মুদ্রাস্ফিতি সামঞ্জস্য, অমর আকবর অ্যান্টনির বক্স অফিসের সংগ্রহগুলি বহু বছর আগে রেকর্ড করা বাহুবলীকে অতিক্রম করে গিয়েছে। রেকর্ড ব্রেকিং সংগ্রহ।'‌

বাহুবলীকে টেক্কা অমর আকবর অ্যান্টনির

কিন্তু রিপোর্টে বলা হয়েছে, সেই সময় ‘‌অমর আকবর অ্যান্টনি'‌ ৭.‌২৫ কোটির ব্যবসা করেছিল। বাহুবলী-২-এর সংগ্রহকের অতিক্রম করে এটি মুদ্রাস্ফীতিকে সামঞ্জস্য করেছে। কিন্তু বাস্তব হল অমিতাভের ছবিটি সেই সময় শুধুমাত্র মুম্বইতে ২৫ সপ্তাহ ধরে ২৫টি প্রেক্ষাগৃহে চলেছিল। অমিতাভ লেখেন, ‘‌সেই দিনগুলো আর নেই৷ সব হারিয়ে গিয়েছে।'‌ অন্যদিকে পরিচালক এস এস রাজমৌলির হিন্দি ভার্সন বাহুবলী ২০১৭ সালে মুক্তি পায় এবং ১৫০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়ে। টুইটারে অমিতাভ ‘‌অমর আকবর অ্যান্টনি'‌র বহু পুরনো শুটিংয়ের দৃশ্য শেয়ার করেছেন।

মুক্তি পাচ্ছে গুলাবো সিতাবো

মুক্তি পাচ্ছে গুলাবো সিতাবো

জুন মাসেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে অমিতাভ-আয়ুষ্মান জুটির ‘‌গুলাবো সিতাবো'‌। এছাড়াও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘‌ব্রহ্মাস্ত্র'‌ ছবিতেও দেখা যাবে তাঁকে।

দক্ষিণ ২৪ পরগনার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বাম নেতারাদক্ষিণ ২৪ পরগনার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বাম নেতারা

English summary
Amitabh played the role of 'Anthony' in this film. His other two actors are Vinod Khanna (‌Amar) ‌ and Rishi Kapoor (Akbar). The film was released on May 27, 1977.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X