কবে ,কোথায় বিয়ে করছেন সোনম! জানুন 'খুবসুরত গার্ল'-এর 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর খুঁটিনাটি
আরও একবার বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। অনুষ্কা থেকে শুরু করে শ্রীয়া সরণ পর্যন্ত একের পর এক নায়িকা ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধে ফেলেছেন। এবার পালা 'খুবসুরত' গার্ল সোনমের। তাঁর 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে বেশ কয়েকটি তথ্যে নজর রাখা যাক।

কোথায় হচ্ছে বিয়ে ?
বয়ফ্রেন্ড আনন্দ আহুজার সঙ্গে সোনমের বিয়ে হতে চলেছে বিদেশে। প্রথমে শোনা গিয়েছিল, জয়পুরে ডেস্টিনেশন ম্য়ারেজ হবে, তবে বর্তমানে খবর, এই বিয়ে হচ্ছে জেনেভাতে।

কত তারিখে বিয়ে ?
সূত্রের খবর, মে মাসের ১১, ১২ তারিখ জেনেভাতে একটি ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হবে সোনম ও আনন্দ অহুজার। দু' দিন ধরে চলবে বিয়ে অনুষ্ঠান।

বিয়ের প্রস্তুতিতে ব্য়স্ত কাপুর পরিবার
মেয়ে সোনমের বিয়ের জন্য বেস ব্যস্ত অনিল কাপুর সমেত তাঁর গোটা পরিবার। আপাতত ফ্লাইটে টিকিট বুক করা নিয়ে ব্যস্ততা তুঙ্গে রয়েছে।অনিল কাপুর নিজে ফোন করে অতিথিদের নিমন্ত্রণ করছেন, সঙ্গে যাচ্ছে নিমন্ত্রণপত্র ও 'গুডিস'।

৩ মাসে ঠিক হয় বিয়ে!
শোনা যাচ্ছে, সোনমের বিয়ের সমস্ত দিক ঠিক করতে লেগেছে মাত্র ৩ মাস। এই ৩ মাসের মধ্যে কোথায় বিয়ে হবে, তার জায়গা ঠিক করা সমেত বিয়ের দিনক্ষণও ঠিক করা হয়ে যায়।

কেন জেনেভা পছন্দ করলেন সোনম?
এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী, সোনমেরই পছন্দ ছিল জেনেভাতে বিয়ে করা। কারণ , এক বিখ্যাত সুইস ওয়াচের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সোনম। আর সেজন্যই , তিনি বেছে নিয়েছেন সুইটজারল্যান্ডকে। পাশাপাশি জেনেভা তাঁর স্বপ্নের শহর।

কে ডিজাইন করছেন সোনমের বিয়ের পোশাক?
অনুষ্কার পর শোনা যাচ্ছে, সোনমের বিয়ের পোশাকও ডিজাইন করছেন সব্য়সাচী মুখোপাধ্যায়। এছাড়াও ব্রিটিশ ডিজাইনার তামারা রাল্ফও এই বিয়েতে পোশাক ডিজাইন করছেন বলে খবর। তবে সন্দীপ খোসলা ও আবু জানির নক্সার পোশাকেও বিয়ের কোনও এক মুহুর্তে দেখা যেতে পারে সোনমকে।

কতদিনের প্রেম আনন্দ-সোনমের?
গত ২ বছর ধরে সোনামের সঙ্গে ডেটিং করছেন আনন্দ আহুজা। তবে সেনিয়ে মিডিয়ায় বিষয়টি বেশি জানাজানি হয়নি। কিন্তু এরপরই ২০১৬ সালে, লন্ডনে অনিল কাপুরের জন্মদিনের পার্টিতে সমস্ত তথ্য সামনে আসে। সেখানেই প্রথমবারের জন্য দু'জন সামনে আসেন।