For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরল বাম আমলের স্মৃতি! আন্দোলনকারীদের পাশে অপর্ণা সেন, কৌশিক সেনরা

চতুর্থ দিনে এনআরএস-এর চিকিৎসকদের আন্দোলনে নয়া মোড়। এদিন বেলা সাড়ে এগারো নাগাদ সেখানে যান অভিনেত্রী অপর্ণা সেন। সঙ্গে ছিলেন কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র।

Google Oneindia Bengali News

চতুর্থ দিনে এনআরএস-এর চিকিৎসকদের আন্দোলনে নয়া মোড়। এদিন বেলা সাড়ে এগারো নাগাদ সেখানে যান অভিনেত্রী অপর্ণা সেন। সঙ্গে ছিলেন কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র, মীরাতুন নাহার। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে এনআরএস-এ যাওয়ার আবেদন জানান। কৌশিক সেন বলেন সরকারের খরচ বাঁচাতে উৎসব, পুরস্কার কিংবা ফেস্টিভ্যাল বাতিল করা উচিত।

এনআরএস-এ অপর্ণা সেন

এনআরএস-এ অপর্ণা সেন

এনআরএস-এ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে অপর্ণা সেন। এদিন বেলা সাড়ে এগারোটানা নাগাদ সেখানে যান বুদ্ধিজীবীদের একাংশ। অপর্ণা সেনের কথায় কথায় জুনিয়র চিকিৎসকরা হাতে তালি দিতে থাকেন। সরকারি প্রতিনিধি হিসেবে নয়, নাগরিক কর্তব্য করতেই তিনি সেখানে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অপর্ণা সেন বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নন, স্বাস্থ্য দফতরের পূর্ণমন্ত্রী. ডাক্তারদের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কথু বলুন। মুখ্যমন্ত্রী অবস্থা বোঝার চেষ্টা করুন, বলেন তিনি। জুনিয়র চিকিৎসকদের অভিমান হয়েছে, অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রীই ব্যবস্থা নিন, বলেন অপর্ণা সেন।

কৌশিক সেনের উপদেশ

কৌশিক সেনের উপদেশ

অভিনেতা কৌশিক সেন বলেন, দরকার সরকার পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলি বাতিল করে দিক। থিয়েটার ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যালগুলি বাতিল করে খরচ বাঁচাক। সেই টাকা হাসপাতালগুলির উন্নয়নে ব্যয় করা হোক। সরকারকে এমনটাই উপদেশ দেন কৌশিক সেন।

 'নিজের কবর নিজেই খুঁড়ছেন মমতা'

'নিজের কবর নিজেই খুঁড়ছেন মমতা'

নির্বাচনের ফল বেরনোর আগে কিছুটা কম হলেও, নির্বাচনের ফল বেরনোর পর থেকে জয় শ্রীরাম স্লোগান শুনলেই ক্ষেপে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে অপর্ণা সেন বলেছিলেন, নিজের কবর নিজেই খুঁড়ছেন মমতা। কেননা বিজেপির উত্থানের জন্য তিনিই দায়ী। জয় শ্রীরাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওভার রি-অ্যাক্ট করছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। রাজ্যে সপ্তম বাম সরকারের শেষ লগ্নে অপর্ণা সেন, কৌশিক সেনদের দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কোন ও সময় কলকাতায় তো কোনও সময় জঙ্গলমহলে। যেখানে সরকারের কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, সেখানেই তাঁরা পৌঁছে যাচ্ছিলেন। এবার যেন খানিকটা সেই চিত্রই ফুটে উঠল এনআরএস-এ

English summary
Actress Aparna Sen meets Striking Doctors in NRS. Some days back She criticised Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X