For Quick Alerts
For Daily Alerts
(ছবি) কে আসল, কে নকল, এই লুক-আলাইকদের দেখে বোঝার উপায় নেই
কেউ নিজেকে শাহরুখ খান ভাবতে ভালবাসেন, কেউ দীপিকা পাডুকোন। কোনও তারকার চোখ, ঠোঁট বা নাক সঙ্গে যদি ১ শতাংশও মিল খুঁজে পাই তাহলে তা সবার কাছে শো অফ করতে শুরু করে দিই। [(ছবি) এই বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বিদেশের ১৫ তারকার চেহারার এত মিল!]
তাহলে ভাবুন তো তাদের কথা, যাদেরকে দেখলেই লোকে বলে ওঠেন, আরে আপনাকে তো একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখতে, বা আপনি তো পুরো শাহরুখ খান। ব্যস তাদের আর দেখে কে। [(ছবি) বয়সের সঙ্গে গ্ল্যামার বড়েছে যে বলি তারকাদের!]
আরে এতক্ষণেও বুঝলেন না আমরা কথা বলছি লুক আ লাইকের। অর্থাৎ একেবারে এক ধরনের দেখতে তারকা ক্লোনদের। বিশ্বাস না হলে নিচের ছবিগুলিতে একবার চোখ বুলিয়ে নিন, সব বিশ্বাস হয়ে যাবে। [(ছবি) ফোটোশপের ফাঁদে যে সব বলিউড অভিনেত্রীরা !]
{photo-feature}