For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ ঘণ্টা দীর্ঘ বাংলা ছবি মুক্তির অপেক্ষায়! তৈরি হতে চলেছে নয়া ইতিহাস, দেখুন ট্রেলার

'আমরা একটা সিনেমা বানাব', এটা একটা শুধু ইচ্ছে নয়, এটা একটা স্বপ্ন আর এই নাম নিয়েই মুক্তি পাচ্ছে নতুন বাংলা ফিল্ম। না !

  • |
Google Oneindia Bengali News

'আমরা একটা সিনেমা বানাব', এটা একটা শুধু ইচ্ছে নয়, এটা একটা স্বপ্ন আর এই নাম নিয়েই মুক্তি পাচ্ছে নতুন বাংলা ফিল্ম। না ! এপার বাংলা নয়, পদ্মাপারের বাংলা থেকে উঠে আসছে এক অভূতপূর্ব ভাবনা চিন্তার এই ফিল্ম। যে ফিল্মের দৈর্ঘ ২১ ঘণ্টা।

২১ ঘণ্টা দীর্ঘ বাংলা ছবি মুক্তির অপেক্ষায়! তৈরি হতে চলেছে নয়া ইতিহাস, দেখুন ট্রেলার

বলিউডে অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়েপুর' ছবিটির দৈর্ঘ ছিল ৫ ঘণ্টারও বেশি। যেকারণে ছবিকে দুটি ভাগে ভাগ করে ফিল্ম বানাতে হয়েছে। আর এবার এশিয়ার ফিল্মের সেই অধ্যায়কে টপকে, ২১ ঘণ্টা দীর্ঘ এক ছবি বানিয়েছেন বাংলাদেশর আশরফ শিশির। ছবির নাম 'আমরা একটা সিনেমা বানাব'। ফিল্মটির হাত ধরে যেমন বাংলা ছবি আরও পরিণত হয়ে ওঠার আশা দেখছে, তেমনই ফিল্মের হাত ধরে একটা অনুপ্রেরণা উঠে আসছে বাংলার চলচ্চিত্রপ্রেমী মহলে।

এত লম্বা দৈর্ঘের ছবি হল- এ মুক্তি পেতে দেওয়া সম্ভব হবে না, প্রথমে এমনই দাবি তুলে ছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে শেষমেশ বহু বিতর্ক পেরিয়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু, একসঙ্গে ২১ ঘণ্টার ছবি মুক্তি পাবে না। বিভিন্ন পর্বে ভেঙে পর্যায়ক্রমে ছবিটি দেখানো হবে বাংলাদেশের হল-গুলিতে। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে শ্যুটিং হয়েছে এই ছবির। দেশ বিদেশের একাধিত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলা ছবির পরিচালক আশরফি শিশিরের এমন উদ্যোগ ঘিরে চড়ছে কৌতূহল। জুন মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটয।

English summary
21 hours long Film Of Bangladesh gets release date after controversy .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X