
জন্মাষ্টমীতে আমিরপুত্রের 'দহি-হান্ডি' উদযাপনের দৃশ্য ভাইরাল! উৎসবে মাতোয়ারা গোটা দেশ
জন্মাষ্টমীর আনন্দে গা ভাসিয়েছে গোটা দেশ। উৎসবের রঙে মথুরা থেকে বৃন্দাবন নিজেকে রাঙিয়ে নিয়েছে । শ্রীকৃষ্ণের প্রসাদ প্রস্তুতি থেকে গোপালের স্নানে মাতোয়ারা ছিল দেশের বিভিন্ন অংশ। এরই মধ্যে পালিত হয়েছে কোথাও কোথাও পরম্পরা মেনে 'দহি হান্ডি' উৎসব। ফিল্ম তারকা আমির খানের পরিবারও এই উৎসবে মেতে ছিল। একনজরে দেখে নেওয়া যাক জন্মাষ্টমী উদযাপনের ছবি।
|
আমির খানের বাড়িতে 'দহি হান্ডি'!
আমির একটি ভিডিও , ও ছবি পোস্ট করে ভক্তদের জন্মাষ্টমীর শুভেচ্ছা। ছবিতে দেখা যায়, আমির পুত্র আজাদ বাবার পিঠে চড়ে দিব্যি উঁচুতে টাঙানো 'দহি হান্ডি' ভাঙছে! আর স্নেহের সঙ্গে আমির ছেলেকে পিঠে নিয়ে বেশ মজার মেজাজে রয়েছেন। ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
|
জম্মু ও কাশ্মীরে জন্মাষ্টমী
জম্মু ও কাশ্মীরে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
|
মুম্বইতে সাড়ম্বরে জন্মাষ্টমী
মুম্বইয়ের ইসকনের মন্দিরে পালিত হয়েছে জন্মাষ্টমী। ভক্তদের সমাগমে অনুষ্ঠান আরও বেশি আলোকিত হয়।
|
দিল্লির ইসকনে পুজো
জন্মাষ্টমী উপলক্ষ্যে দিল্লির ইসকন মন্দিরেও পালিত হয়েছে পুজো। সাড়ম্বরে সেখানে রাধা কৃষ্ণের পুজোপাঠ হয়।