
ট্রেলার মুক্তির আগে গান মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমার, অধীর আগ্রহে অপেক্ষা শাহরুখ ভক্তদের
চার বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন থ্রিলার সিনেমা 'পাঠান' আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় শাহরুখের পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামও। ওম শান্তি ওম ও হ্যাপি নিউ ইয়ার সিনেমার পর ফের সিলভার স্ক্রিনে দেখা যাবে দীপিকা-শাহরুখ জুটির ম্যাজিক।

ইতিমধ্যেই এই সিনেমার টিজার সামনে এসেছে কিং খানের জন্মদিন ২ নভেম্বরে। টিজার প্রকাশ হওয়ার পরই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। টিজারের পর এবার পাঠান সিনেমার পরবর্তী বিষয় খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। আসলে শাহরুখের সিনেমা মানেই সেখানে গানের একটা খুব বড় ভূমিকা থাকবে এটা নতুন করে বলার কিছু নেই। আর শোনা যাচ্ছে 'পাঠান' সিনেমার প্রথম গান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মুক্তি পাবে।
সূত্রের খবর, 'পাঠান প্লটের বিষয়ে সিনেমার নির্মাতারা মুখে কুলুপ দিয়েছেন এবং এই নিয়ে দর্শকদের কাছে রহস্য রাখাই নির্মাতাদের প্রধান উদ্দেশ্য। এই সিনেমার প্রচার ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে এবং সিনেমার দু'টি ডান্সের গান ডিসেম্বরে মুক্তি পাবে। জানুয়ারিতে ট্রেলার লঞ্চের আগেই গান মুক্তি পাবে পাঠান সিনেমার'। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এ প্রসঙ্গে বলেছেন যে পাঠান সিনেমায় এমন দু'টি অনবদ্য গান রয়েছে যা এই বছরের চার্টবাস্টারে নিজেদের জায়গা করে নিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তাই সিনেমা মুক্তির আগেই মানুষ যাতে এই গান দু'টি উপভোগ করুক সেটাই চায় নির্মাতারা। আর তাছাড়া ডিসেম্বর মানেই ছুটির মরশুম সুতরাং ট্রেলার সামনে আসার আগেই এই দু'টি গান মানুষকে মাতিয়ে রাখবে।
২০১৮ সালে 'জিরো' সিনেমার পর আর বড়পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। তাই ২০২৩ সাল এসআরকে-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। 'পাঠান' ছাড়াও অ্যাটলির 'জওয়ান' ও রাজকুমার হিরানির 'ডাঙ্কি'ও এই বছরেই মুক্তি পাবে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি 'পাঠান' সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।