For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারে চলছে বয়কট ট্রেন্ড, লাল সিং চাড্ডার পর নেটিজেনদের রোষের মুখে লাইগার

Google Oneindia Bengali News

টুইটার ঘিরে এখন একটাই ট্রেন্ড তা হল বলিউড সিনেমা বয়কট করা। বিগত কয়েকদিন ধরেই আমির খান-করিনা কাপুরের লাল সিং চাড্ডা, অক্ষয় কুমারের রক্ষা বন্ধন ও শাহরুখ খানের পাঠান সিনেমা বয়কট করার ট্রেন্ড দেখা গিয়েছিল টুইটার জুড়ে। এবার সেই তালিকায় যুক্ত হল বিজয় দেবেরাকোণ্ডা ও অনন্যা পাণ্ডের সাম্প্রতিক মুক্তি না পাওয়া সিনেমা লাইগার।

লাল সিং চাড্ডার পর নেটিজেনদের রোষের মুখে লাইগার

পুরী জগন্নাথ পরিচালিত লাইগার সিনেমাটি ২৫ অগাস্ট মুক্তি পাবে। সোশ্যাল মিডিয়ায় একাধিক কারণ দেখিয়ে এই সিনেমা বয়কট করার দাবী উঠেছে। যার মধ্যে অন্যতম বড় কারণ হল বিজয় দেবেরাকোণ্ডার লাল সিং চাড্ডা নিয়ে বলা বিবৃতি। বিজয় সম্প্রতি আমির খানকে সমর্থন করে এই বয়কট সংস্কৃতির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। এরপরই নেটিজেনরা করণ জোহরের সহযোগিতা রয়েছে এই সিনেমায় বলে বয়কটের দাবী ওঠান। শুধু তাই নয়, সিনেমার প্রচারে গিয়ে বিজয় দেবেরাকোণ্ডা চেয়ারের ওপর পা তুলে বসা নিয়েও নেটিজেনরা কটাক্ষ করেন।

অনেক নেটিজেনই লিখেছেন যে বিজয় দেবেরাকোণ্ডা অহংকারী। আবার অনেকে জানিয়েছেন যে বিজয় দেবেরাকোণ্ডা সঠিক আচরণ করতে জানেন না। আবার অনেকের মতে করণ জোহর, সলমন খান ও অনন্যা পাণ্ডের মতো ব্যক্তিদের যোগ রয়েছে এই সিনেমায় তাই এটি বয়কট করা উচিত। তবে শুধু লাইগার নয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের আসন্ন ছবি ব্রহ্মাস্ত্র বয়কট সংস্কৃতির শিকার হয়েছে। ইন্টারনেটে নেটিজেনদের একাংশ জানিয়েছেন যে রণবীর কাপুর পিকে-তে আমির খানের সঙ্গে কাজ করেছিলেন, যে সিনেমাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিল।

ভারত অসহিষ্ণু সংক্রান্ত এক পুরনো মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল হচ্ছেন আমির খান। শুধু অভিনেতা নন, তাঁর সাম্প্রতিকতম সিনেমা লাল সিং চাড্ডাও বয়কট ট্রেন্ডের মুখে পড়ে। বাড়াবাড়ি এতটা মাত্রায় পৌঁছেছে যে হৃত্ত্বিক রোশন লাল সিং চাড্ডা দেখে প্রশংসা করার পর নেটিজেনরা তাঁর সিনেমা বিক্রম বেধা বয়কট করার দাবীতে সরব হয়েছেন।

English summary
After Laal Singh Chaddha, this time Vijay Deverakonda's Liger movie also face to boycott trend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X