
Career Tips: ইন্টারভিউ চলাকালীন ভুলেও এই কাজটা করবেন না! সতর্ক হন Body Language নিয়েও
Career Tips, Body Language: গত দু'বছর করোনার মধ্যে দিয়ে গিয়েছে দেশ! আর এই দীর্ঘ সময়ে কর্মসংস্থানে বড় প্রভাব পড়েছে। কিন্তু যা নিয়োগ হয়েছে এই সময়ে বা ইন্টারভিউ নেওয়া হয়েছে তা সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। করোনার প্রভাব এখন অনেকটাই কম। সেখানে দাঁড়িয়ে ইন্টারভিউ ফের একবার অফলাইন মোডে অর্থাৎ অফিসে গিয়ে দিতে হচ্ছে। ফলে ইন্টারভিউয়ের মুখোমুখি হওয়ার আগে অবশ্যই এই সমস্ত তৈরি থাকাটা প্রয়োজন। ফলে এই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না-

বডি ল্যাঙ্গুজের উপরে অনেক কিছু নির্ভর করে
যদি আপনি ইন্টারভিউয়ের মাধ্যমেই চাকরি পেতে চান তাহলে অবশ্যই বডি ল্যাঙ্গুজের দিকে নজর দেওয়া উচিৎ! ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুজ (Body Language In Interview) একটা বড় প্রভাব ফেলে। বিশেষ করে বড় সংস্থাগুলি অবশ্যই বায়োডেটা এবং স্কিলের সঙ্গেই আবেদনকারীর বডি ল্যাঙ্গুজকে ফলো করে। বিশেষ করে আবেদনকারীর কথা বলার ধরণ, ওঠা-বসা সবকিছুই নজরে রাখে। আর বডি ল্যাঙ্গুজের উপরে অনেক কিছু নির্ভর করে (Job Interview Tips) থাকে। ফলে এই বিষয়ট্টি বিশেষ নজর রাখা প্রয়োজন।

হ্যান্ডশেক অনেক কিছু বার্তা দেয়-
প্রত্যেকের হ্যান্ডশেকের ধরণ আলাদা হয়ে থাকে! কিছু প্রার্থী খুব হালকা ভাবে হেন্ড শেক করে থাকে। তবে ইন্টারভিউ শুরুর আগে আপনি যদি ইন্টারভিউয়ারের সঙ্গে হ্যান্ডশেক করে থাকেন তাহলে হাত শক্ত করে রাখুন। পার্সোনালিটি ডেভালোপমেন্ট বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারভিয়ের সময়ে হাল্কা হ্যান্ডশেক করলে ইন্টারভিউয়ার অনেক সময়ে মনে করেন যে সম্ভবত কনফিডেন্ট নন প্রার্থী! ফলে সেখানেই বাতিল হয়ে যাবেন।

চোখে চোখেই খেলা হবে
ইন্টারভিউ দেওয়ার সময়ে ইম্প্রেশনটাই বড় কথা! ফলে ইন্টারভিউ চলাকালীন প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। ফলে কখনও কনফিডেন্ট হারাবেন না! প্রতিটা প্রশ্নের উত্তর দিন চোখে চোখ রেখে (Eye Contact In Communication)। আর তা না দিয়ে যদি এদিক-ওদিক তাকিয়ে প্রশ্নের উত্তর দেন তাহলে আপনার কনফিডেন্ট নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। তবে চোখে চোখ রেখে উত্তর দেওয়ার ক্ষেত্রে যাতে একটা শালীনতা থাকে সেটা মাথায় রাখতে হবে বলেই জানাচ্ছেন, পার্সোনালিটি ডেভালোপমেন্ট বিশেষজ্ঞরা। ইন্টারভিউ যারা নিচ্ছেন তাঁদের যাতে কোনও ভাবে কোনও কিছুতে খারাপ না লাগে সেটা মাথায় রাখতে হবে।

স্মাইল প্লিজ
যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে মুখে যেন হাসি থাকে সেটি নিশ্চিত করতে (Personality Development) হবে। হাসি যদি পজিটিভ থাকে তাহলে এর ইম্প্রেশন অনেক ভালো পড়বে। ইন্টারভিড় চলাকালীন কখনও হাত জড়ো করে রাখবেন না। এমনকি ইন্টারভিয় চলাকালীন বারবার চুলে হাত দেওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। এমনকি শরীরের কোনও অংশে বারবার হাত দেওয়াটাও কিন্তু কাম্য নয় কারোর কাছে। ফলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে।
এবার ক্রিসমাসে গ্র্যান্ড সেলিব্রেশন করে আসুন বিদেশে, রইল ঠিকানা