রাজ্য পুলিশে সাড়ে ৮ হাজারের বেশি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ পুলিশে সাড়ে আট হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছ। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কীভাবে আবেদন করতে হবে, তাও বিজ্ঞপ্তিতে লিখে দেওয়া হয়েছে।

মোট শূন্যপদ
৮৬৩২ (পুরুষ - ৭৪৪০, মহিলা - ১১৯২)
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা
বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
শারীরিক গঠন (পুরুষ)
১) সাধারণ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬৭ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৫৭ কেজি।
২) গোর্খা, গারওয়াল এবং রাজবংশী প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬০ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৫৩ কেজি।
শারীরিক গঠন (মহিলা)
১) সাধারণ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬০ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৪৯ কেজি।
২) গোর্খা, গারওয়াল এবং রাজবংশী প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৫২ সেন্টিমিটার হতে হবে। ওজন থাকতে হবে ন্যূনতম ৪৫ কেজি।
বয়স
ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ২৭ (তপশিলি জাতি/ উপজাতি/অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য নিয়ং মেনে বয়সে ছাড়)।
আবদনের দিন
১) ২০২১ সালের ২২ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করা যাবে।
২) অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি।
৩) অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি।
৪) অফলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি।
পরীক্ষার ফি
সাধারণ : ১৭০ টাকা
অনগ্রসর সম্প্রদায় : ২০
অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। কিংবা ব্যাঙ্ক চালান কাটতে হবে।