For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জোয়ার, চলতি বছরেই লক্ষাধিক ফ্রেশার নিয়োগ করতে চলেছে এই ৪ সংস্থা

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জোয়ার, চলতি বছরেই লক্ষাধিক ফ্রেশার নিয়োগ করতে চলেছে এই ৪ সংস্থা

  • |
Google Oneindia Bengali News

অন্যান্য সেক্টরে মন্দা থাকলেও করোনাকালের শুরু থেকেই আইটি সেক্টরে(IT Company) বিশেষ মন্দার আঁচ লাগেনি। এমনকী করোনাকালে মানুষের প্রযুক্তি নির্ভরতা যত বেড়েছে ততই চাহিদা বেড়েছ টেক এক্সপার্টদেরও। এমনকী গত কয়েক মাসে গোটা দেশে সবথেকে বেশি নিয়োগও হয়েছে তথ্য-প্রযুক্তি সেক্টরেই। অন্যদিকে শুধু অভিজ্ঞতা সম্পন্ন চাকুরিজীবীই নয়, ফ্রেশারদের জন্যও খুলতে চলেছে আরও বড় দরজা।

শীর্ষ তালিকায় রয়েছে কোন কোন সংস্থা

শীর্ষ তালিকায় রয়েছে কোন কোন সংস্থা

সূত্রের খবর, চলতি মরসুমে প্রায় এক লক্ষেরও বেশি ফ্রেশার (Freshers) নিয়োগ করতে চলেছে আইটি জায়েন্ট গুলি। তালিকায় রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS), ইনফোসিস (Infosys), উইপ্রো (Wipro), এইচসিএল টেকনোলজির (HCL Technology) একাধিক বড় বড় সংস্থার নাম। শেষ পাওয়া খবর অনুযায়ী চলতি অর্থবর্ষেই ১ লক্ষ ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে এই সমস্ত সংস্থাগুলিতে।

চাহিদা বেড়েছে ৪০০ শতাংশ

চাহিদা বেড়েছে ৪০০ শতাংশ

এদিকে কয়েকদিন আগেই বড় সংখ্যক কর্মী নিয়োগ করে সকলকে চমকে দিয়েছিল আইটি ফার্ম উইপ্রো। এদিকে পরিসংখ্যান বলছে করোনা পরবর্তী পরিস্থিতিতে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মীর চাহিদা বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। এদিকে বর্তমানে প্রায় সমস্ত কোম্পানি এবং সরকারি কাজ পর্যন্ত আজ অনলাইনে হচ্ছে। ফলে দিন দিনে বেড়েছে দক্ষ তথ্য-প্রযুক্তি কর্মীর চাহিদা। আর তাতেই চাহিদা বাড়ছে নতুন কর্মীর।

ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে আই হাবগুলি

ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে আই হাবগুলি

এদিকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে আই হাবগুলি। দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগে নজির গড়েছে। সমীক্ষায় দাবি, ভারতের মোট ওয়ার্কফোর্সের এক চতুর্থাংশেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন শীর্ষ চার সংস্থায়। আর এখানেই তৈরি হচ্ছে নয়া রেকর্ড। এমমকী ভারতের এই পরিসংখ্যানে চমকে যাচ্ছে উন্নত দেশগুলিও।

কোন সংস্থায় কত নিয়োগ ?

কোন সংস্থায় কত নিয়োগ ?

এই তালিকায় সবার উপরে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। বিগত ছয় মাসে ৩৫ হাজারের বেশি ফ্রেশার নিয়োগ করেছে টিসিএস। অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৭৮ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস। অন্যদিকে চলতি অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৮ হাজার ১০০টি শূন্যপদে নতুন নিয়োগ করতে চলেছে উইপ্রো।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
tide of jobs in the field of information technology these 4 companies are going to hire millions of freshers this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X