For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন ৬৯ হাজার পর্যন্ত, এই চাকরিতে কারা আবেদন করতে পারবেন জানুন

দেশের সশস্ত্র বাহিনীগুলিতে চাকরি করার ইচ্ছা থাকে অনেকেরই। স্কুলের পাঠ শেষ করার পর থেকেই অনেকে প্রস্তুতিও নিয়ে থাকেন। তাঁদের জন্য এবার সুখবর। সশস্ত্র সীমা বল বা এসএসবিতে এবার নিয়োগ করা হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে

  • |
Google Oneindia Bengali News

দেশের সশস্ত্র বাহিনীগুলিতে চাকরি করার ইচ্ছা থাকে অনেকেরই। স্কুলের পাঠ শেষ করার পর থেকেই অনেকে প্রস্তুতিও নিয়ে থাকেন। তাঁদের জন্য এবার সুখবর। সশস্ত্র সীমা বল বা এসএসবিতে এবার নিয়োগ করা হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে শীঘ্রই। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।

যাঁরা এই ধরনের চাকরিতে আগ্রহী, তাঁদের ক্ষেত্রে নিয়োগের পদ্ধতি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কোথাও কীভাবে চাকরির জন্যে আবেদন করবেন সে বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হল। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্র্যুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

দেশে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আর তা হতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

এই চাকরিতে সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা মোট ৩৯৯ টি। তবে এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির জন্য নজর রাখতে হবে www.ssbrectt.gov.ইn এই ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ৩০ দিন সময় পাওয়া যাবে, তার মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। কবে থেকে এই চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হবে তা বিজ্ঞপ্তি প্রকাশের আগে জানা যায়নি, তবে আবেদন শুরুর ৩০ দিনের মধ্যে আবেদনকারীকে ফর্ম পূরণ করতে হবে। www.ssbrectt.gov.iইn এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বের হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

ন্যুনতম মাধ্যমিক উত্তীর্ণ হলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। এ ছাড়া ক্রীড়াক্ষেত্রেও তাদের দক্ষতা থাকা প্রয়োজন। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই এসএসবির তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি জেনে নিন।

বয়স

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কিছু ছাড় থাকবে। এমনটাই জানা যাচ্ছে।

বেতন

বেতন

২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন মিলবে। তবে এই শূন্যপদে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে আবেদনকারীকে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এমনটাই তথ্য জানা যাচ্ছে।

আবেদন ফি

আবেদন ফি

যে সব আবেদনকারী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের ১০০ টাকা করে জমা দিতে হবে আবেদন ফি হিসেবে। মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

English summary
Recruitment to start in SSB, know about the job
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X