For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jobs News: ৫৫ হাজার নিয়োগের পথে সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys! রইল বিস্তারিত

Jobs News: ৫৫ হাজার নিয়োগের পথে সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys! রইল বিস্তারিত

  • |
Google Oneindia Bengali News

Infosys 55000 jobs: নতুন করে দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ওয়েভ। বছরের শুরুতেই ক্রমশ বাড়ছে সংক্রমণ। গবেষকরা বলছেন, এখনও নাকি কিছুই হয়নি। জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই সংক্রমণ বাড়তে থাকবে। এই অবস্থায় নতুন করে তলানিতে নামতে পারে দেশের অর্থনীতি। খারাপ হতে পারে কর্মসংস্থানের বাজারও। কিন্তু এই অবস্থায় চাকরির বাজারে বড়সড় আশা দেখাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys।

কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল এই সফটওয়্যার সংস্থা

কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল এই সফটওয়্যার সংস্থা

ব্যাপক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল এই সফটওয়্যার সংস্থা। চলতি আর্থিক বছরে ৫৫,০০০ কর্মী নিয়োগের কথা জানাল Infosys। সংস্থার গ্লোবাল হায়ারিং প্রোগ্রামের মধ্যেই এই নিয়োগ হবে। আর্থিক বছর ২০২১-২০২২ সালে সংস্থা ৫৫ হাজারেরও বেশি এই নিয়োগ করবে। গত ১২ জানুয়ারি সংস্থা তাঁদের কোয়াটার্লি ফলাফল সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর সেখানেই এত বড় খবর জানানো হয়েছে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

বেড়েছে নেট প্রোফিট

বেড়েছে নেট প্রোফিট

Infosys-এর চিফ ফাইন্সিয়াল অফিসার (CFO) নীলাঞ্জন রায় জানিয়েছেন, সংস্থা চায় টেলেন্ট পুলকে আরও ভালো ভাবে বাড়াতে। আর তা করতে এক্ষেত্রে আরও বিনিয়োগ করাটাই মুল প্রায়োরিটি সংস্থার। আর বলতে গিয়েই Infosys-এর চিফ ফাইন্সিয়াল অফিসার জানান, গত অর্থবছর অর্থাৎ 2020-21 সালে তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys-এর নেট প্রোফিট 5,197 কোটি টাকা থেকে বেড়ে 5,809 কোটি টাকা হয়ে গিয়েছে। যা অবশ্যই সংস্থার জন্যে ভালো।

মহিলা কর্মচারীদের সংখ্যা বেড়েছে

মহিলা কর্মচারীদের সংখ্যা বেড়েছে

নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখনও সংস্থার তরফে বিস্তারিত জানানো হয়নি। তবে তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys-এর তরফে জানানো হয়েছে যে, ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত সংস্থার মোট কর্মচারীর সংখ্যা 2,49,312 ছিল। ২০২১ সালে এক ধাক্কায় সেই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী ডিসেম্বর ২০২১ সালে কর্মচারীর সংখ্যা বেড়ে হয়েছে 2,92,067। সংস্থায় বেড়েছে মহিলা কমচারীর সংখ্যাও। এই মুহূর্তে সংস্থায় মহিলা কর্মচারীর সংখ্যা 39.6 শতাংশ। আর এর মধ্যেই নতুন করে নিয়োগ নিয়ে আশার কথা শোনাল দেশের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা।

English summary
Recruitment to start in Infosys for 55,000 posts, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X