For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Anganwadi Bharti 2022: ক্লাস ১০-১২ পাশ করেছেন? অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে ব্যাপক নিয়োগ

চাকরি'র বাজারে বড় খবর। অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি কর্মী, শিশুপালন গৃহকর্মী এবং সহায়িকা পদের জন্য বাম্পার নিয়োগ হতে চলেছে। রাজস্থানের জয়পুরে এহেন নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

Rajasthan Anganwadi Bharti 2022 : চাকরি'র বাজারে বড় খবর। অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি কর্মী, শিশুপালন গৃহকর্মী এবং সহায়িকা পদের জন্য বাম্পার নিয়োগ হতে চলেছে। রাজস্থানের জয়পুরে এহেন নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। এই নিয়োগ রাজস্থানের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ডিরেক্টরেটে'র মাধ্যমে করা হবে বলে জানা যাচ্ছে।

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল-

একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ

একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ

অঙ্গনওয়াড়ি কর্মী সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে করতে হবে। এমনকি ইমেলের মাধ্যমেও করা যাবে বলে জানা যাচ্ছে। তবে প্রত্যেক শূন্যপদের জন্যে আলাদা আলাদা ইমেল আইডি রয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আর সেই লিঙ্কটা হল- www.wcd.rajasthan.ইন।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে

তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। আর তা দেখতে হলে এই লিঙ্কে- https://wcd.rajasthan.gov.in/content/dam/wcd-cms/icds/vacancies/Vigypati%2030.pdf - ক্লিক করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা আগামী ১৯ জুলাই পর্যন্ত। সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে বলে জানানো হয়েছে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীকে একই গ্রাম/ওয়ার্ডের (শহর এলাকা) স্থানীয় বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাসিন্দাও হতে হবে বলে জানানো হয়েছে। একই ওয়ার্ড থেকে কোনো আবেদন না থাকলে নিকটস্থ অন্য ওয়ার্ডের কোনো নারীর আবেদন বিবেচনা করা যেতে পারে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি কর্মী, শিশুপালন গৃহকর্মী, আশা সহায়তাকারী পদের জন্য প্রার্থীকে কমপক্ষে দ্বাদশ পাস হতে হবে।

সহায়িকা পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। আবেদনকারীকে অবশ্যই বিবাহিত হতে হবে বলেও জানানো হয়েছে।

আবেদনকারীর বয়সসীমা-

আবেদনকারীর বয়সসীমা-

আবেদনকারীর বয়স নুন্যতম ২১ বছর হতে হবে। সর্বোচ্চ আবেদনকারীর বয়স ৪০ বছর হতে হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও বিস্তারিত জানতে অবশ্যই বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

English summary
Recruitment for Anganwadi workers post, applicants should be 10 and 12 passed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X