For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের পথে Paytm! ৩৫ হাজার টাকার বেশি রোজগারের সুযোগ

করোনা পরিস্থিতিতে টলমল অর্থনীতি! একাধিক সংস্থাতে কর্মী ছাঁটাই কিংবা বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি বহু সংস্থা করোনার জন্যে বন্ধও হয়ে গিয়েছে। এই অবস্থায় যারা চাকরির খোঁজ করছেন তাঁদের জন্যে স্বস্তির খবর। কর

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে টলমল অর্থনীতি! একাধিক সংস্থাতে কর্মী ছাঁটাই কিংবা বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি বহু সংস্থা করোনার জন্যে বন্ধও হয়ে গিয়েছে। এই অবস্থায় যারা চাকরির খোঁজ করছেন তাঁদের জন্যে স্বস্তির খবর। কর্মসংস্থান জোগানে বড়সড় পদক্ষেপ Paytm-এর। গোটা দেশজুড়ে কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা।

গোটা দেশের বিভিন্ন অংশ থেকে প্রায় ২০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। সেলস মার্কেটিং হিসাবে এই নিয়োগ করা হবে। ব্যবসায়ীদের আরও যাতে বেশি করে ডিজিটাল লেনদেন করে সেই বিষয়ে কাজ করবে বিশাল সংখ্যায় এই যুবকরা।

ইতিমধ্যে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানিয়ে Paytm -এর তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

অসাধারণ অফার পেটিমের তরফে

অসাধারণ অফার পেটিমের তরফে

কীভাবে পেটিএমে চাকরির জন্যে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। সমস্ত জায়গাতে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মাসিক বেতন এবং কমিশন নিয়ে ৩৫ হাজার টাকা রোজগারের সুযোগ রয়েছে। শুধু তাই নয়, এর থেকেও বেশি রোজগারের সুযোগ পাওয়া যাবে। ফলে আর দেরি নয়। পেটিএমের মতো দেশের অন্যতম বড় ডিজিটাল পেমেন্ট সংস্থাতে কাজ করতে এখনই আবেদন করুন।

করোনা পরিস্থিতিতে যাদের চাকরি গিয়েছে তাঁদের জন্যে দারুন সুযোগ!

করোনা পরিস্থিতিতে যাদের চাকরি গিয়েছে তাঁদের জন্যে দারুন সুযোগ!

গত দুবছর ধরে করোনা ভাইরাসের দাপট চলছে। এই অবস্থায় বহু লোক কর্মহীন হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে একাধিক সংস্থা। বহু সংস্থাই এই মুহূর্তে খুব খারাপ অবস্থার মধ্যে দিতে দিন কাঁটাচ্ছে। এই অবস্থায় পেটিএমের এই সুযোগ দারুন। ইতিমধ্যে পেটিএমের তরফে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাঁরাও এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। ছোট শহর থেকে বড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইপদের জন্যে আবেদন করা যাবে।

ডিজিটাল পেমেন্টের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে

ডিজিটাল পেমেন্টের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে

বিশাল সংখ্যায় এই নিয়োগ করা হবে। মূলত মহিলাদের ডিজিটাল লেনদেনের বিষয়ে আরও আগ্রহ বাড়াতে এই কর্মীরা কাজ করবেন। শুধু তাই নয়, মহিলা ব্যবসায়ীদেরও এই লেনদেনে আরও উৎসাহ দিতে বিভিন্ন ভাবে ট্রেনিং দেওয়া হবে এই সমস্ত কর্মীদের কাজ। FSE Paytm- সংস্থার নয়া এই প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে এরা। প্রত্যেকদিন অনলাইনে মাধ্যমে ডিজিটাল লেনদেনের চাহিদা বাড়ছে। এই অবস্থায় পেটিএমের তরফেও আরও বেশ কিছু স্কিম নানা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সেগুলির জ্ঞান বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবহারকারী বাড়ানো সংস্থার টার্গেট!

ব্যবহারকারী বাড়ানো সংস্থার টার্গেট!

ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ পেটিএমের সাহায্যে আর্থিক লেনদেন করে থাকেন। কিন্তু এখানেই থেমে থাকতে চায় না পেটিএম। ২ কোটিরও বেশী ব্যবসায়ীর সঙ্গে কাজ করতে চায় পেটিএম। গোটা দেশে এই সংখ্যায় ব্যবহারী তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে পেটিএম। আর সেই কারণে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছে সংস্থা।

কীভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

জানা গিয়েছে, পেটিএমে ইতিমধ্যে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। তবে কীভাবে এই নিয়োগ করা হবে সে বিষয়ে জানতে পেটিএমের সাইট ভালো করে দেখে নিন। প্রয়োজনে পেটিএমের কারোর সঙেও যোগাযোগও করতেও পারেন।

English summary
Paytm will recruit 20,000 employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X