For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর! করোনার আবহে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত মমতার রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি জারি

সুখবর! করোনার আবহে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত মমতার সরকারের, বিজ্ঞপ্তি জারি

Google Oneindia Bengali News

করোনার আবহের মধ্যে বন সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের তৃণমূল সরকার। দ্রুত আবেদন করতে বলা হয়েছে আগ্রাহী প্রার্থীদের। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে একত বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। বন দফতর জানিয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২০-র ৬ অগাস্ট আবেদন জানানোর শেষ তারিখ। ওইদিনের মধ্যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

যোগ্যতা

যোগ্যতা

আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। অষ্টম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা ১৮ থেকে ৪০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে।

বেতন

বেতন

চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এক বছরের চুক্তি। বেতন হবে ১০ হাজার টাকা। চুক্তির মেয়াদ বাড়বে, তখন বেতন বা়তে পারে।

কোথায় নিয়োগ হবে

কোথায় নিয়োগ হবে

বন সহায়কদের নিয়োগ করা হবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি-সহ ৮টি জেলায় নিয়োগ হবে। নিয়োগ হবে দক্ষিণবঙ্গের বন দফতরের শাখা অফিসেও বন সহায়ক নিয়োগ হবে

ছাড় পাবেন এসসি-এসটিরা

ছাড় পাবেন এসসি-এসটিরা

এই নিয়োগেও নিয়ম মাফিক ছাড় পাবেন তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা। বয়সের ছাড় দেওয়া হবে। অন্যান্য সমস্ত সুবিধাও পাবেন সংরক্ষিত প্রার্থীরা। বিস্তারিত জানা যাবে www.westbengalforest.gov.in ওয়েবসাইটে।

করোনা আক্রান্ত অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা মমতার, টুইটারে বার্তা রাহুলেরওকরোনা আক্রান্ত অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা মমতার, টুইটারে বার্তা রাহুলেরও

English summary
Mamata Banerjee's government decides to make lots of appointments in Corona situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X