বন সহায়ক দফতরে কর্মী নিয়োগ নিয়ে হলফনামা তলব হাইকোর্টের
বন সহায়ক দফতরে কর্মী নিয়োগ নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলায় দু সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে হলফনামা চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যের বন সহায়ক দফতরে ২০০০ শূন্য পদের কর্মী নিয়োগে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বছরের ৮ আগস্ট। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় দূর্নীতি হয়েছে এই অভিযোগে নিয়োগে প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেই মামলাতেই এই নির্দেশ।
মামলকারীদের অভিযোগ, এই পদে নিয়োগের জন্য দু'লক্ষ চাকরিপ্রার্থীর পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ভিত্তিতে 16 অক্টোবর থেকে শুরু হয় ইন্টারভিউ। কিন্তু কোনও চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল প্রকাশ না করেই নিয়োগ শুরু হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও কাদের নিয়োগ করা হয়েছে সে সম্পর্কে কোন বিস্তারিত তথ্য জানানো হয়নি। যা সম্পূর্ণ বিধি বহির্ভূত, বেআইনি। পরীক্ষার্থীরা বার বার রাজ্যের কাছে তথ্য জানার আবেদন করেও কোন লাভ হয় নি। তাই আদালতের দ্বারস্থ চাকুরী প্রার্থীরা।
প্রসঙ্গত, এই সংক্রান্ত আরো একটি মামলা বিচারাধীন রয়েছে (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) স্যাটে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ট্রাইব্যুনালে।