For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ডাক বিভাগে চাকরি'র সুযোগ! মাধ্যমিক পাশ হলেও মিলবে চাকরির সুযোগ

ভারতের সরকারি সংস্থাগুলির মধ্যে অন্যতম পুরনো সংস্থা হল ডাক বিভাগ। একসময় এই ডাক বিভাগই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। এই বিভাগের মাধ্যমে চিঠি দেওয়া-নেওয়া চলে আজও।

  • |
Google Oneindia Bengali News

ভারতের সরকারি সংস্থাগুলির মধ্যে অন্যতম পুরনো সংস্থা হল ডাক বিভাগ। একসময় এই ডাক বিভাগই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। এই বিভাগের মাধ্যমে চিঠি দেওয়া-নেওয়া চলে আজও।

পাশাপাশি অর্থনৈতিক স্কিম সহ একাধিক সুযোগ সুবিধাও পাওয়া যায় ডাক বিভাগে। তাই সেই সেক্টরে চাকরির স্বপ্ন দেখেন অনেকেই।

কতগুলি শূন্যপদে হবে নতুন নিয়োগ?

কতগুলি শূন্যপদে হবে নতুন নিয়োগ?

মোট ১৭ টি পদে নিয়োগ করা হবে।

একাধিক পদে কাজের সুযোগ রয়েছে

একাধিক পদে কাজের সুযোগ রয়েছে

ওই বিভাগে একাধিক পদে কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন যোগ্যতার জন্য কাজের সুযোগ মেলে সেখানে। এবার সেই সব চাকরি প্রার্থীদের জন্য এল বিশেষ সুযোগ। ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্প্রতি। মাধ্যমিক পাশ হলেও সেখানে মিলবে চাকরির সুযোগ।

কোন পদে হবে নিয়োগ?

কোন পদে হবে নিয়োগ?

স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

 যোগ্যতা কী?

যোগ্যতা কী?

স্টাফ কার ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যুনতম মাধ্য়মিক পাশ হতে হবে। পাশাপাশি কমপক্ষে তিন বছর ভারী ও হালকা মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনাকারীর কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ ছাড়াও মোটর মেক্যানিজ়মের জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বয়সসীমা :

বয়সসীমা :

২০২২-এর ১ জানুয়ারির মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্য়ে।

 বেতন :

বেতন :

সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন হবে ১৯ হাজার ৯০০ টাকা।

 কী ভাবে আবেদন করবেন

কী ভাবে আবেদন করবেন

অফলাইনেই করা যাবে আবেদন। বিজ্ঞপ্তিতে যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া আছে, তাতেই প্রয়োজনীয় নথিপত্র সহ একটি আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে।

The Senior Manager, Mail Motor Service, 134-A,S. K. Ahire Marg Worli, Mumbai- 400018- এই ঠিকানায় পাঠাতে হবে আবেদন।

প্রয়োজনীয় নথিপত্র :

প্রয়োজনীয় নথিপত্র :

আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে - বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি।

আবেদনের শেষ তারিখ :

আবেদনের শেষ তারিখ :

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত করা যাবে আবেদন। সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্টের রঙিন এক কপি ছবি প্রয়োজন হবে। তবে আবেদনের আগে সমস্ত বিস্তারিত তথ্য জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে হবে।

English summary
job at indian post office: Madhyamik pass can apply for job in post office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X