For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্টারভিউয়ের ব্যর্থতা কীভাবে কাটিয়ে উঠবেন! জানুন সহজে

ইন্টারভিউয়ের ব্যর্থতা কীভাবে কাটিয়ে উঠবেন! জানুন

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে 'ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন'। আর চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ -তে অংশ নেওয়া অত্যন্ত বড় বিষয় নিঃসন্দেহে। আর সেখানেই 'না' কথাটি আরও তাৎপর্যপূর্ণ বার্তা দেয় কেরিয়ারের ক্ষেত্রে। ইন্টারভিউতে ব্যর্থতা কাটিয়ে উঠে এই 'না' কে সহ্য করা নিয়ে বিশেষজ্ঞরা দিচ্ছেন কিছু টিপস।

ইতিবাচক হোন

ইতিবাচক হোন

বিশেষজ্ঞদের বক্তব্য মানসিক দুর্বলতা কাটাতে সবসম ইতিবাচক ভূমিকা নিতে হবে। সব কাজে, সবক্ষেত্রে ইতিচাবক পরিস্থিতি তৈরি করে নিতে হবে। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে নির্বাচিত না হলেও পরবর্তী পদক্ষেপের জন্য এগিয়ে যেতে হবে।

উৎসাহহীনতা দেখাবেন না

উৎসাহহীনতা দেখাবেন না

ইন্টারভিউতে কোনও কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তা করার বিষয়ে ইতিবাচক হয়ে উঠুন। কাজটি না জানলেও সেটি করতে পারবেন এমন বার্তা দিন প্রশ্ন কর্তাকে। এতে লাভের লাভ হবেই! দাবি বিশেষজ্ঞদের। কোনও মতেই উৎসাহহীনতা প্রশ্নকর্তার সামনে দেখাবেন না।

মাথা ঠান্ডা রাখুন

মাথা ঠান্ডা রাখুন

বিশেষজ্ঞদের দাবি, ইন্টারভিউতে গেলে মাথা সবসময় ঠান্ডা রাখুন। কোন মতেই মাথা গরম করে প্রশ্নের জবাব দেবেননা। অনেকেই হয়তো আপনার ধৈর্য্যের পরীক্ষা নেবেন। তবে সেখানে উত্তীর্ণ হতে হলে মাথা ঠান্ডা রাখা জরুরি।

English summary
How do you tackle failure in Job interview.You aren't selected.' Now he could have even meant it or he also could be testing you.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X