For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজ করে পরিষেবা নেই , একসঙ্গে অব্যাহতি ১২ হাজার ৩৭১ জন মনরেগা কর্মীর

Google Oneindia Bengali News

একসঙ্গে কাজ ছাড়লেন ১২ হাজার ৩৭১ জন চুক্তিভিত্তিক মনরেগা কর্মী। ছত্তিশগড়ে ঘটেছে এই ঘটনা। একসঙ্গে এই বিপুল পরিমাণ কর্মী ছেড়ে দিয়েছেন চাকরি। জানা গিয়েছে যে এমনিতেই তাঁরা বেশ কয়েকদিন ধরে বেশ কিছু দাবি নিয়ে ধর্মঘট করছিলেন। গতকাল তাঁরা সবাই একসঙ্গে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

কাজ করে পরিষেবা নেই , একসঙ্গে অব্যাহতি ১২ হাজার ৩৭১ জন মনরেগা কর্মীর

ছত্তিশগড়ে ১২ হাজার ৩৭১ জন চুক্তিভিত্তিক মনরেগা কর্মচারী আছেন। তাঁরা তাঁদের কাজের পরিপ্রেক্ষিতে পাওনা বিশেষ পরিষেবা নিয়মিতভাবে পাওয়ার দাবিতে ধর্মঘটে করছিলেন। শনিবার তাঁরা সবাই একসঙ্গে কাজ থেকে অব্যাহতি দেন। কর্তৃপক্ষের হাতে ধরিয়ে দেন পদত্যাগ পত্র। ছত্তিশগড় মনরেগা কর্মচারি মহাসঙ্ঘ এমনটাই জানিয়েছে।

আগে মনরেগা প্রকল্পের অধীনে সহকারী প্রকল্প কর্মকর্তা পদে নিযুক্ত ২১ জন কর্মচারীর পদত্যাগ করেন।এর পরে গণ পদত্যাগ করেন একসঙ্গে প্রায় ১৩ হাজার কর্মী। ছত্তিশগড় এমজিএনআরইজিএ কর্মচারী মহাসঙ্ঘের সহ-সভাপতি তিকমচাঁদ কৌশিক বলেন, "আমরা মনরেগা-এর কর্মীরা এই বছরের এপ্রিল থেকে আরও ভাল অর্থ এবং কর্মীদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রাপ্য সেগুলি নিয়মিতভাবে পাওয়ার দাবিতে বিক্ষোভ করছিলাম। শুক্রবার সন্ধ্যায়, রাজ্য সরকার হঠাৎ করে ২১ জন এপিও-র পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং আমাদের দাবির সমর্থনে, ৯০০০ রোজগার সহকারী (কর্মসংস্থান সহকারী) সহ ১২,৩৭১ জন কর্মচারী গণ পদত্যাগ করেছেন।"

তিকমচাঁদ কৌশিক আরও বলেন যে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস ২০১৮ সালের নির্বাচনের সময় মনরেগা কর্মীদের কাজ নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে, সরকার ক্ষমতায় আসার পরে এই প্রতিশ্রুতি পূরণের কোনও উদ্যোগ নেয়নি।

তিনি আরও যোগ করেছেন, "আমরা শুধু চাকরির নিরাপত্তা চাই কারণ আমরা আমাদের জীবনের একটি ভাল অংশ এই পরিষেবাতে দিয়েছি।" প্রতিবাদ অব্যাহত থাকায়, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার গত মাসে মনরেগা-এর অধীনে কর্মরত কর্মসংস্থান সহকারীদের মাসহরা ৫০০০ টাকা থেকে ৯৫৪০টাকা- বৃদ্ধির ঘোষণা করেছে।

একজন কর্মকর্তা বলেছেন, "এমজিএনআরইজিএ কর্মীদের পরিষেবার শর্ত সম্পর্কিত দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে সরকার কর্তৃক গঠিত একটি কমিটির রিপোর্ট পাওয়ার পরে," । প্রকল্প হল একটি ভারত সরকারের প্রকল্প যার উদ্দেশ্য দেশে গ্রামীণ পরিবারে কমপক্ষে ১০০ দিনের নিশ্চিত মজুরির কর্মসংস্থান প্রদান করা। ভারতীয় সংসদ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমটি পাস করেছে ২৩ আগস্ট ২০০৫ সালে।

প্রতিটি গ্রামীণ পরিবারে যারা প্রাপ্তবয়স্ক সদস্যরা আছেন তাদের জন্য আর্থিক বছরে স্বেচ্ছাসেবকের কাজ প্রদান করে থাকে মনরেগা।এছাড়াও গ্যারান্টিযুক্ত কর্মসংস্থান হিসাবে একশো দিনের কম অদক্ষ কায়িক পরিশ্রমের ব্যবস্থা করে এই প্রকল্প।এই প্রকল্পের ফলে গ্রামীণ পরিবারগুলিতে আর্থিক সচ্ছলতা হয়েছে ও কাজের স্থায়িত্বের সাথে সাথে সম্পদের উৎপাদনশীলতাও বেড়েছে।

English summary
MGNREGA scheme contractual worker mass resignation in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X