For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে BSNL! কীভাবে অনলাইনে আবেদন করবেন রইল

একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে BSNL! কীভাবে অনলাইনে আবেদন করবেন রইল

  • |
Google Oneindia Bengali News

BSNL Recruitment : ব্যাপক নিয়োগ হতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL)। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত নিয়োগ। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আর তা হতেই ফের একবার তৈরি হচ্ছে চাকরির বাজার। সেই মতো BSNL apprenticeship (ট্রেনিং) পদের জন্যে কর্মী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিও। তবে এই নিয়োগ Apprentice Act 1961 অনুযায়ী এক বছরের জন্যে হবে।

টেলিকম সার্কেলের জন্যে নিয়োগ করবে

টেলিকম সার্কেলের জন্যে নিয়োগ করবে

ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা হয়েছে বিজ্ঞাপনে। বিএসএনএল মহারাষ্ট্র টেলিকম সার্কেলের জন্যে নিয়োগ করবে। apprenticeship (ট্রেনিং) পদের জন্যে এই নিয়োগ আজ থেকে শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২১। ফলে আবেদনকারী দেরি না করে এখনই আবেদন জানান। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। ইন্টারনেট থেকে এই প্রতিবেদন লেখা।

মোট ৫৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

মোট ৫৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

Apprentice পদে এই নিয়োগ হবে। মোট ৫৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিএসএনএলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice Electronics/E&TC/Computer/IT Trade-পদগুলির জন্যে এই নিয়োগ করা হবে। কত কোন পদের জন্যে কতগুলি নিয়োগ হবে তা বিজ্ঞপ্তিতেই স্পষ্ট ভাবে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentice Electronics/E&TC/Computer/IT Trade-পদগুলির জন্যে এই নিয়োগ করা হবে। ফলে এই সমস্ত ক্ষেত্রেই আবেদনকারীকে নুন্যতম ডিপ্লোমা করতেই হবে। সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে।

আবেদনের বয়সের বিস্তারিত তথ্য

আবেদনের বয়সের বিস্তারিত তথ্য

apprenticeship (ট্রেনিং) পদের জন্যে এই নিয়োগ হবে। বিএসএনএল মহারাষ্ট্র টেলিকম সার্কেলের জন্যে নিয়োগ করা হবে। বেশ কয়েকটি পদের জন্যে হবে এই নিয়োগ। ফলে আবেদনকারীর বয়স হতে হবে নুন্যতম ২৫ বছর। যদিও সরকারি নিয়ম অনুসারে বেশ কয়েকটি এই ছাড় দেওয়া হয়েছে। সে বিষয়ে অবশ্যই ভালো করে জানার জন্যে বিএসএনএলের ওয়েবসাইটিও দেখে নিতে পারেন। এতে সুবিধাই হবে।

বেতন স্কেল কেমন হবে?

বেতন স্কেল কেমন হবে?

apprenticeship (ট্রেনিং) পদের জন্যে এই নিয়োগ হবে। সেই কারনে বেতনের বিষয়ে কিছু বলা হয়নি। তবে প্রতি মাসে কর্মপ্রার্থীকে ৮ হাজার টাকা করে স্টাইপেন দেওয়া হবে। রয়েছে আরও বেশ কিছু সুবিধাও।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বিএসএনএলের এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে কীভাবে বেছে নেওয়া তা স্পষ্ট ভাবে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপ্লোমাতে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর সেই মতো একটি ভেরিফিকেশন চালানো হবে। আর এরপরেই এই পদের জন্যে যোগ্য প্রারথকে বেছে নেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন

কীভাবে আবেদন করবেন

এই পদগুলির জন্যে আবেদন অনলাইনের মাধ্যমে হবে। বিএসএনএলের ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ওয়েবসাইট টি হল www.mhrdnats.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন করতে হবে। তবে মাথায় রাখবেন এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২১।

English summary
apprenticeship job: BSNL will recruit, you can apply online, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X