For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত জেনে নিন

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন প্রান্তের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত জেনে নিন+

বিজ্ঞপ্তি নম্বর : ৭২

মোট শূন্যপদ - ৯৫ (ভোপাল ২১, শ্রীনগর ২৮, জম্মু ৬, লেহ ৫, সুরাত ৩৭, পুনে ২)

কোন শূন্যপদ
১) হ্যান্ডিম্যান/লোডার - ৭১টি পদ

২) সুপারভাইজার - ২১টি পদ

৩) সিনিয়র সুপারভাইজার - ৩টি পদ

নিয়োগের মেয়াদ : চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের নিয়ম
১) যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) হ্যান্ডিম্যান/লোডার - প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। হিন্দি সহ স্থানীয় ভাষায় দক্ষতা থাকচতে হবে। ইংরাজি পড়ার দক্ষতা থাকতে হবে। কার্গো হ্যান্ডেল করার এক বছরের অভিজ্ঞতা।

২) সুপারভাইজার - প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। কার্গো ক্ষেত্রে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) সিনিয়র সুপারভাইজার - প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। কার্গো ক্ষেত্রে কাজ করার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা
১) হ্যান্ডিম্যান/লোডার - বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর।

২) সুপারভাইজার - বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।

৩) সিনিয়র সুপারভাইজার - বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।

৪) অভিজ্ঞতার নিরিখে আবেদনকারীকে বয়সে ছাড় দেওয়া হবে।

বেতন
১) হ্যান্ডিম্যান/লোডার (আনস্কিলড) - প্রতি মাসে ১৪,০১৪ টাকা থেকে ১৬,৭৭০ টাকা।

২) সুপারভাইজার (স্কিলড)- প্রতি মাসে ১৮,৫৬৪ টাকা থেকে ২০,৩৮৪ টাকা।

৩) সিনিয়র সুপারভাইজার (হাইলি স্কিলড) - প্রতি মাসে ২০,৩৮৪ টাকা।

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) www.becil.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক।

৪) অনলাইনে আবেদনের শেষ দিন - ০৮/০৮/২০২১

৫) https://www.becil.com/uploads/vacancy/2112e69bf0e5a799d636c6721d7b40fd.pdf ক্লিক করে এই চাকরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

English summary
95 staffs will be recruited in Broadcast Engineering, check out the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X