For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ডায়নামিক্স লিমিটেডে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

ভারত ডায়নামিক্স লিমিটেডে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

ভারত ডায়নামিক্স লিমিটেডে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারত ডায়নামিক্স লিমিটেডে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৭০টি

কোন কোন শূন্যপদ
১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, সিভিল, নেটওয়ার্ক)।

২) প্রোজক্ট অফিসার (হিউম্যান রিসোর্স)

৩) প্রোজেক্ট অফিসার (ফিনান্স)

৪) প্রোজেক্ট অফিসার (বিজনস ডেভেলপমন্ট)

শিক্ষাগত যোগ্যতা
১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, সিভিল, নেটওয়ার্ক) - এআইসিটিই স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক/বিএসসি অথবা ইন্টিগ্রেটেড এমই/এমটেক বা সমতুল।

২) প্রোজক্ট অফিসার (হিউম্যান রিসোর্স) - ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ/এমএসডব্লু অথবা এইচআরে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

৩) প্রোজেক্ট অফিসার (ফিনান্স) - ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ (ফিনান্স)/সিএ/আইসিডব্লুএ পাস।

৪) প্রোজেক্ট অফিসার (বিজনস ডেভেলপমন্ট) - ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ (মার্কেটিং/ফরেন ট্রেড/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট)।

৫) সবক্ষেত্রেই সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ।

বয়সের সীমা : ২০২১ সালের ৫ মার্চের মধ্যে প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি : ৩০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের টাকা দিতে হবে না।

আবেদনের পদ্ধতি : https://bdl-india.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। ৩১ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে।

English summary
70 Engineer post vacant in Bharat Dynamics Limited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X