For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুন সিং-এর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি মূলক টুইটের অভিযোগ! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

অর্জুন সিং-এর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি মূলক টুইটের অভিযোগ! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক টুইটের অভিযোগ। একটি টুইট করে অর্জুন সিং দাবি করেন, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় মুর্শিদাবাদে কালীমন্দির ধ্বংস করেছে। পাশাপাশি মূর্তিও পুড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি তোলেন।

মুর্শিদাবাদে কালীমন্দির ধ্বংসের অভিযোগ

মুর্শিদাবাদে কালীমন্দির ধ্বংসের অভিযোগ

মুর্শিদাবাদে কালীমন্দির ধ্বংসের অভিযোগ রাজ্য বিজেপির সহ সভাপতি তথা বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। পাশাপাশি কালী প্রতীমা পুড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি করেন। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ

টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। বলেন দিদির জেহাদি রাজনৈতিক চরিত্রের জন্য হিন্দু ধর্ম ও সংস্কৃতির ওপর আক্রমণ হচ্ছে।

টুইটে লাইক, রিটুইট হয় শ'য়ে শ'য়ে

টুইটের যেমন লাইক পড়ে, তেমনই রিটুইটও হয়। এক বাংলাবেশি হিন্দু অ্যাক্টিভিস্ট দাবি করেন ছবিটি মুর্শিদাবাদের নওদা থানার আলমপুরের। তিনি বলেন, আলমপুর মুসলিম প্রধান এলাকা। এর আগে ওই মন্দির থেকে সোনার গয়নাও চুরি গিয়েছিল।

মন্দির কমিটির ব্যাখ্যা

মন্দির কমিটির ব্যাখ্যা

আলমপুর কালী মা নিমতলা কালী মন্দিরের তরফে মন্দিরের সম্পাদক সুখদেব বাজপেয়ী জানিয়েছেন, সেখানে ধর্মীয় কোনও দৃষ্টিকোণ নেই। দুর্ঘটনা বশত মূর্তিটি পুড়ে গিয়েছে। এলাকায় হিন্দু ও মুসলিমদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুর্শিদাবাদ পুলিশের টুইট

মুর্শিদাবাদ পুলিশের তরফে করা টুইটে মন্দির কমিটির কথা তুলে ধরা হয়েছে। বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্টটি এড়িয়ে যাওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে। মন্দির কমিটিও পদক্ষেপ করেছে বলে জানিয়েছে তারা। এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

মমতাকে নবান্নের ১৪ তলা থেকে বঙ্গোপসাগরে ফেলা সময়ের অপেক্ষা! ২০২১-এর লক্ষ্যে চ্যালেঞ্জ সুজাতারমমতাকে নবান্নের ১৪ তলা থেকে বঙ্গোপসাগরে ফেলা সময়ের অপেক্ষা! ২০২১-এর লক্ষ্যে চ্যালেঞ্জ সুজাতার

Fact Check

দাবি

Muslims burnt idol of Goddess Kali in Bengal

সিদ্ধান্ত

Communal angle to the incident has been denied

রেটিং

Half True
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
BJP Arjun Singh MP falsely claims a particular religious group had destroyed a temple of giddes Kali in Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X