For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ বাংলার যেখানে খুশি যাবেন, কে আটকাবে! বকখালি পরিদর্শনে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা

কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষের জন্য ক্ষেত্র ঠিক করে দিলেও তিনি যে নিজের মতেই চলবেন, তা ফের একবার নিশ্চিত করে দিলেন।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষের জন্য ক্ষেত্র ঠিক করে দিলেও তিনি যে নিজের মতেই চলবেন, তা ফের একবার নিশ্চিত করে দিলেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানালেন, বাংলার যেখানে খুশি যাব, কে আটকাবে আমাকে। এ কথায় তিনি শাসক দল তৃণমূলকে নয়, নিজের দল বিজেপিকেই হুঁশিয়ারি দিলেন।

দিলীপ বাংলার যেখানে খুশি যাবেন! বকখালি পরিদর্শনে বার্তা

কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষের উপর দায়িত্ব দিয়েছেন আট রাজ্যের বুথ সংগঠন শক্তিশালী করার। সেই আট রাজ্যের মধ্যে নেই বাংলা। বাংলা বাদে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের ভার দেওয়া হয়ছে দক্ষ সংগঠক দিলীপ ঘোষকে। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামানের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, মেঘালয় ও মণিপুর রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দিলীপ ঘোষকে বাংলা থেকে সরিয়ে দিতেই কি ভিনরাজ্যের দায়িত্ব দেওয়া হল। একেবারে আটটি রাজ্যের দায়িত্ব তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া হল! যাতে তিনি বাংলা নিয়ে মাথা ঘামাতে না পারেন, তার জন্যই কেন্দ্রীয় বিজেপি সুবন্দোবস্ত করে দিল এবার। বাংলা থাকল শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের।

তবে দিলীপ ঘোষ কেন্দ্রের নির্দশ সর্বান্তকরণে পালন করবেন বলে জানানোর সঙ্গে সঙ্গে এ কথাও জানিয়েছেন, তিনি বাংলায় যেখানে খুশি যাবেন, কেউ তাঁকে আটকাতে পারবেন না। আমি বাংলার সাংসদ, বাংলাতেই আছি। বাংলায় যেখানে খুশি যাব। দিল্লি থেকে ফিরেই সেইমতো তিনি বেরিয়ে পড়েন বাংলা-পরিদর্শনে।

শনিবার তিবনি বকখালি যান। সেখানে বর্ষার মুখে নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন। তিনি বলেন, রাজ্য সরকার কোনও কাজই করেনি। এবারও বর্ষায় ভাসবে বিস্তীর্ণ অঞ্চল। দিলীপ ঘোষ বলেন, বাংলায় নির্ধারিত অনেক কর্মসূচি রয়েছে। সেখানে যাবেন তিনি। যাবেন উত্তরবঙ্গেও। মোট কথা আট রাজ্যের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে তিনি বাংলাতেও নানা কর্মসূচিতে অংশ নেবেন। তা কেন্দ্রীয় বিজেপি না বললেও, তিনি যাবেন। তিন এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার কারণে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দিলীপ ঘোষের সঙ্গ বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ঠিক মিল হচ্ছে না। দিলীপ ঘোষ দক্ষ সংগঠক, সে ব্যাপারে কোনও দ্বিমত নেই। কিন্তু তিনি সোজা কথা সোটাভাবে বলে বিজেপি নেতাদের কাছে চক্ষুশূল হয়ে উঠেছেন। আর বঙ্গ বিজেপিতে এখন দিলীপ ঘোষ নয়, ব্যাটন যে শুভেন্দু-সুকান্তদের হাতে, তা নয়া সিদ্ধান্তে বুঝিয়েই দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। সুতরাং ২০২৪-এর লোকসভা নির্বাচনে আগে তাঁকে আট রাজ্যের দায়িত্ব নিয়েই থাকতে হবে। বাংলা, এমনকী তাঁর সংসদ ক্ষেত্র মেদিনীপুরের কী হবে, তার ঠিক নেই!

English summary
Dilip Ghosh gives message about his stand after getting charge of others states in 2024.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X