For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না

ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না

  • |
Google Oneindia Bengali News

ডেবিট এবং ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের সময়সীমা বাড়িয়ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নয়া নিয়ম প্রথমে ১লা জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এখন টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। রা এখনো কার্ড টোকেনাইজ করেননি তাদের কাছে আর মাত্র কয়েকদিনই রয়েছে। বলে রাখা প্রয়োজন, সমস্ত ক্রেডিট এবং ডেবিট কার্ডকে ইউনিক টোকেন দিয়ে রিপ্লেস করা হবে। অর্থাৎ, কার্ড পেমেন্টের সময় একটি টোকেন জেনারেট হবে যা গ্রাহকের বিশদ প্রকাশ না করেই অর্থপ্রদানের অনুমতি দেবে। নয়া এই পদ্ধতি আগের থেকে অনেক বেশি সুরক্ষিত বলা হচ্ছে।

টোকেনাইজ সিস্টেম চালু হলে কি হবে?

টোকেনাইজ সিস্টেম চালু হলে কি হবে?

রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচাতে এবং সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ নিয়েছে। টোকেনাইজেশনের পরে, কার্ডের তথ্য শুধুমাত্র সেই কোম্পানির নেটওয়ার্কে সংরক্ষণ করা যেতে পারে যে কিংবা যারা এটি জারি করেছে। যে সমস্ত মার্চেন্টের কাছে গ্রাহকদের ডেটার তথ্য রয়েছে তা ডিলিট করতে হবে। ফলে ব্যক্তিগত ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। টোকেনাইজেশন সিস্টেম বিনামূল্যে হবে।

টোকেনাইজেশনে সম্মত না হলে কি হবে?

টোকেনাইজেশনে সম্মত না হলে কি হবে?

যদি কোনও গ্রাহক টোকেনাজেশনের জন্যে সহমত না হয় তাহলে গ্রাহককে বারবার সমস্ত তথ্য দিতে হবে। অর্থাৎ অনলাইনে পেমেন্ট করতে হলে শুধু CVV দিলেই হবে না, নাম, কার্ড নম্বর এবং কার্ডের বৈধতার মতো সমস্ত কার্ডের বিবরণ লিখতে হবে। অন্যদিকে, যদি কোনো গ্রাহক কার্ডটি টোকেনাইজ করতে সম্মত হন, তবে লেনদেন করার সময় তাকে শুধুমাত্র CVV এবং OTP বিবরণ দিতে হবে। তবে টোকেনাইজেশন বাধ্যতামূলক নয়। তবে এটি আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ করবে।

কীভাবে টোকেন জেনারেট করা যাবে?

কীভাবে টোকেন জেনারেট করা যাবে?

যে কোনো গ্রাহককে টোকেন সিস্টেমের জন্য কার্ড কোম্পানির কাছে অনুরোধ করতে হবে। আর এরপরেই কার্ডের সমস্ত বিবরণ এবং ব্যবহারকারীর মোবাইল কিংবা ট্যাবলেট থেকে একটি টোকেন তৈরি হবে। আর সেই টোকেন তৈরি হওয়ার পর ওই কোম্পানি তা গ্রাহকদের সঙ্গে শেয়ার করবে। আর এর মাধ্যমে গ্রাহক সবরকম সুবিধা নিতে পারবে।

কার্ড কীভাবে টোকেনাইজ করবে?

কার্ড কীভাবে টোকেনাইজ করবে?

পছন্দের শপিং ওয়েবসাইট/অ্যাপ-এ গিয়ে পণ্য বা পরিষেবা কেনার জন্য অর্থপ্রদান করতে হবে। আর এরপরেই "Secure your card" কিংবা "Save card as per RBI guidelines" থাকা অপশনে ক্লিক করতে হবে। সেভা অপশনে ক্লিক করতে হবে এবং ওটিপি ক্লিক করতে হবে। এর পর আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড টোকেনাইজ হয়ে যাবে।

মঙ্গলে বালি তৈরির নেপথ্যে গ্রহাণুর প্রভাব! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্যমঙ্গলে বালি তৈরির নেপথ্যে গ্রহাণুর প্রভাব! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

English summary
You have to tokenise credit and debit card? do this before next month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X