For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৯২০০ টাকায় অ্যাপেল আইফোন এইট, কীভাবে জেনে নিন

অ্যাপেল আইফোন এইট পেতে পারেন মাত্র ৯২০০ টাকায়। জিও এবং সিটিব্যাঙ্কের মাধ্যমে এমনই অফার পাওয়া যাচ্ছে। তবে এর জন্য ফোনে জিও সিম ভরতে হবে। এবং ফোনটি একবছর ব্যবহার করতে হবে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

অ্যাপেল আইফোন এইট পেতে পারেন মাত্র ৯২০০ টাকায়। জিও এবং সিটিব্যাঙ্কের মাধ্যমে এমনই অফার পাওয়া যাচ্ছে। তবে এর জন্য ফোনে জিও সিম ভরতে হবে। এবং ফোনটি একবছর ব্যবহার করতে হবে।

মাত্র ৯২০০ টাকায় অ্যাপেল আইফোন এইট, কী ভাবে জেনে নিন

অ্যাপেল আইফোন এইট এবং আইফোন এইট প্লাস পাওয়া যাচ্ছে ভারতে। প্রি-বুকিং-ও শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বর ২৯ থেকে ভারতে এর বিক্রি শুরু। অনলাইন কিংবা অফলাইনে অর্ডার দেওয়া যাচ্ছে। তবে অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং জিও ডট কম আইফোন এইট নিয়ে একটু অন্য রকমের অফার দিচ্ছে। আবার অফলাইনে অ্যাপেল রিসেলার, রিলায়েন্স ডিজিটাল স্টোর, জিও স্টোরের ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

তবে সবথেকে ভাল অফার দিচ্ছে রিলায়েন্স জিও। অ্যাপেল আইফোন এইটের জন্য স্পেশাল ট্যারিফ প্ল্যান ছাড়াও রিলায়েন্স জিও-র মাধ্যমে অ্যাপেল আইফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৬,২০০ টাকায়।

বাইব্যাক অফারের কথা জানিয়েছে রিলায়েন্স জিও। রিলায়েন্স ডিজিটাল, জিও স্টোর, জিও ওয়েবসাইট এবং মাইজিও অ্যাপের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। বাইব্যাক অফারে নির্দিষ্ট দামের থেকে প্রায় ৭০ শতাংশ কম দামে এই আইফোন পাওয়া যাবে। এসব ক্ষেত্রে ব্যবহারকারীকে জিও-র সিম ব্যবহার করতে হবে এবং একবছর পর আইফোন এইট ফেরত দিতে হবে। সাধারণভাবে আইফোন এইট-এর ২৫৬ জিবির দাম ৮৬ হাজার টাকা। এই অফারে একবছর পর ব্যবহারের পর ফোনটি যখন ফেরত দেবেন তখন পাওয়া যাবে ৬০,২০০ টাকা। এইভাবেই ফোনের দাম কমে হবে ২৫, ৮০০ টাকা। একইসঙ্গে যদি সিটিব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আইফোন এইটের ওপর ১০ হাজার টাকা ফেরত পাবেন। এর অর্থ আরও কমবে দাম। তাই, একইসঙ্গে যদি দুই অফার নিতে পারেন, তাহলে এক বছরে আইফোন এইট মিলবে মাত্র ১৫, ৮০০ টাকায়।

মাত্র ৯২০০ টাকায় অ্যাপেল আইফোন এইট, কী ভাবে জেনে নিন

একইভাবে অ্যাপেল আইফোন এইটের ৬৪ জিবির মডেলের দাম ৬৪ হাজার টাকা। এই মডেলের ওপর জিও একবছরের জন্য ৭০ শতাংশ ক্যাশব্যাকের অফার দিচ্ছে। অর্থাৎ একবছর পর ৪৪,৮০০ টাকা ফেরত পাওয়া যাবে। এর ওপর যদি ১০ হাজার টাকা ক্যাশব্যাক হয়, তাহলে ফোনের মূল্য দাঁড়াচ্ছে ৯.২০০ টাকায়। একইসঙ্গে জিও-র তরফে নতুন আইফোন এইটে ৭৯৯ টাকার রিচার্জ করে দেওয়া হবে। যার মাধ্যমে ফ্রি কল এবং এসএমএস ছাড়াও ৯০ জিবি ডেটা পাওয়া যাবে।

আমাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে আইফোন এইট এবং আইফোন এইট প্লাস প্রি-বুক করতে গেলে এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। যা মাধ্যেম ২০, ৩৪১ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।

English summary
Apple iphone 8 and iphone 8 plus are finally here in India and the pre booking have started. You can own the Apple iphone 8 at just Rs. 9200
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X