For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Aadhaar Card-এর মতো এবার Unique Health Card! শুরু হয়েছে কাজ, বিস্তারিত একনজরে

Aadhaar Card-এর মতো এবার Unique Health Card! শুরু হয়েছে কাজ, বিস্তারিত একনজরে

  • |
Google Oneindia Bengali News

এবার আধার কার্ডের (aadhaar card) মতো স্বাস্থ্য কার্ডও (health card) দেওয়া হবে। ডিজিটাল হেলথ মিশনের (digital health mission) অধীনে সরকার প্রত্যেক ব্যক্তির জন্য ইউনিক হেলথ কার্ড (unique health card) তৈরি করতে যাচ্ছে। যা একটি ডিজিটাল কার্ড, হুবহু আধার কার্ডের মতোই হবে। আধার কার্ডের মতোই একটি নম্বও দেওয়া হবে। যার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্যকে চিহ্নিত করা যাবে। এই কার্ডের মাধ্যমে চিকিৎসক রোগীর স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন।

ইউনিক হেলথ কার্ড

ইউনিক হেলথ কার্ড

পরিকল্পনা অনুযায়ী, এই ইউনিক হেলথ কার্ড থেকে জানা যাবে কোথায় কার কাছে নির্দিষ্ট ব্যক্তি চিকিৎসার জন্য গিয়েছিলেন। এছাড়াও নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি তথ্য এই ইউনিক হেলথ কার্ডে রেকর্ড করা যাবে। এই কারণে রোগীকে তার সঙ্গে সর্বত্র ফাইল নিয়ে যেতে হবে না। চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এই ইউনিক হেলথ কার্ডের আইডি দেখে রোগীর অবস্থা সম্পর্কে জানতে পারবে। সেই ভিত্তিতে চিকিৎসাও শুরু করা যাবে। এই কার্ডের মাধ্য নির্দিষ্ট ব্যক্তি কোন কোন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত তাও জানতে পারবেন। সেই ব্যক্তি আয়ুষ্মাণ ভারতের অধীনে চিকিৎসার সুবিধান পান কিনা তাও এই কার্ডের মাধ্যমে জানা যাবে।

ইউনিক হেলথ কার্ডের মাধ্যমে কোন সুবিধা

ইউনিক হেলথ কার্ডের মাধ্যমে কোন সুবিধা

আধার কার্ডের মতো ইউনিক হেলথ কার্ডের অধীনে সরকার প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত ডেটাবেস তৈরি করবে। ই ঈইডি দিয়ে কোনও ব্যক্তির স্বাস্থ্য সম্পর্তিক বিবরণ রেকর্ড করে রাখা হবে। এই আইডির সাহায্যে কোনও ব্যক্তির রেডিক্যাল রেকর্ড দেখা যাবে। কোনও ব্যক্তি যদি চিকিৎসকের কাছে যান, তাহলে এই কার্ডটি দেখাতে হবে। এই কার্ড থএকে চিকিৎসকও জানতে পারবেন আগে কোন চিকিৎসা হয়েছিল, কোন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছিল এবং কোন ওষুধ খেয়েছিলেন ওই রোগী। এর মাধ্যমে সরকার জনগণকে চিকিৎসা ক্ষেত্রে সাহায্যে করতেও সক্ষম হবে।

 ইউনিক হেলথ কার্ডে যা থাকবে

ইউনিক হেলথ কার্ডে যা থাকবে

কোনও ব্যক্তির ইউনিক হেলথ কার্ড তৈরি করতে মোবাইল নম্বর এবং আধার নম্বর নেওয়া হবে। যা হবে ইউনিক হেলথ কার্ডের মূল ভিত্তি। যার জন্য সরকার একটি হেলফ অথরিটি গঠন করবে, যার দায়িত্ব হবে তথ্য সংগ্রহ করা। যাঁর হেলথ আইডি বানাতে হবে, তাকে তাঁর স্বাস্থ্য রেকর্ড সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই ভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

 কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কাজ শুরু হয়েছে

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য কাজ শুরু হয়েছে

একটি পাবলিক হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা ন্যাশনাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার রেজিস্ট্রির সঙ্গে যুক্ত স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি কোনও ব্যক্তির হেলথ আইডি তৈরি করতে পারবেন। কোনও ব্যক্তি https://healthid.ndhm.gov.in/register-এ গিয়ে নিজের রেকর্ড নথিভুক্ত করে স্বাস্থ্য আইডি তৈরি করতে পারবেন।
এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিও, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির জন্য এই পরিষেবা দেওয়া শুরু হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Work has been started to make Unique Health Card like Aadhaar Card which will keep health record of a particular person.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X