For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Indian Railways: রেলের যাত্রীদের জন্য সুখবর, ৩১ বছরের পুরনো পদ্ধতির বদলে এবার ভ্রমণ আরও সহজ

Indian Railways: রেলের যাত্রীদের জন্য সুখবর, ৩১ বছরের পুরনো পদ্ধতির বদলে এবার ভ্রমণ আরও সহজ

  • |
Google Oneindia Bengali News

রেল যাত্রীদের (passengers) জন্য সুখবর। ভারতীয় রেলের (indian railways) ট্রেনের অপারেটিং সিস্টেম বাড়ানো এবং উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। ভারতীয় রেল এখন যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের অপারেটিং সিস্টেমকে আরও উন্নত করেছে।

 আইআইটি ও ইসরোর সহযোগিতা

আইআইটি ও ইসরোর সহযোগিতা

আইআইটি দিল্লি এবং রেলমন্ত্রকের যৌথ উদ্যোগে রেলের রান ট্রেন সফটঅয়্যার আপডেট করেছে। এখন রেলের কর্মীরা ট্রেনের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেতে পারবেন। এছাড়া ইসরোর সঙ্গে রেলের ইঞ্জিনকে যুক্ত করার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

যাত্রীরা যেসব সুবিধা পাবেন

যাত্রীরা যেসব সুবিধা পাবেন

১) এখন যাত্রীদের ঘর থেকে অনেক সময় হাতে নিয়ে বেরাতে হবে না কিংবা প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না।
২) রেলের কর্মীরা তাদের কম্পিউটার স্ক্রিনে ট্রেনের সব তথ্য এক ক্লিকে দেখতে পারবেন, জানতে পারবেন।
৩) সফটঅয়্যারটি ট্রেনের গতি প্রতি সেকেন্ডের হিসেবে গণনা করতে পারবে এবং বলতে পারবে, কোথায় ট্রেনটি পৌঁছেছে এবং কতক্ষণে কোন স্টেশনে ট্রেনি দাঁড়িয়ে ছিল।

৩১ বছরের পুরনো সফয়অয়্যারের পরিবর্তন

৩১ বছরের পুরনো সফয়অয়্যারের পরিবর্তন

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যে সফটঅয়্যারটি ব্যবহার করা হচ্ছে তা ১৯৯০ সালের। সেই সময়ের পর থেকে ট্রেনের গতি যেমন বেড়েছে, তেমনই ট্রেনের সংখ্যাও বেড়েছে। বর্তমানে ভারতীয় রেলে ব্যবহৃত সফটঅয়্যারটটি DOS অর্থাৎ ডিক্স অপারেটিং সিস্টেমে চলে। ফলে ট্রেন সম্পর্কিত সব তথ্য একসঙ্গে যুর্ত করা খুব রঠিন কাজ হয়ে পড়েছিল। সেই কারণেই ট্রেনে নতুন সফটঅয়্যারের প্রয়োজন হয়ে পড়ে।

রিয়েল টাইম তথ্য পাওয়া যাচ্ছে

রিয়েল টাইম তথ্য পাওয়া যাচ্ছে

এটা উল্লেখ করা প্রয়োজন যে, প্রায় দুবছর আগে রেলমন্ত্রকের তরফে ইসরোর সহযোগিতায় ট্রেনের ইঞ্জিন উন্নত করার জন্য রিয়েল-টাইম ট্রেন ইনফর্মেশন সিস্টেমনের অধীনে নতুন ডিভাইস লাগানোর কাজ শুরু করে। এখনও পর্যন্ত এই প্রক্রিয়া ৯০ শতাংশ ইঞ্জিনে নতুন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা গিয়েছে। অর্থাৎ এখন দেশের প্রায় সব জায়গাতেই ট্রেনের রিয়েল টাইম রিপোর্টিং করা হচ্ছে। এই কারণে যাত্রীরা বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচি সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন।

শীত-কুয়াশাতেও সঠিক তথ্য

শীত-কুয়াশাতেও সঠিক তথ্য

এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, শীত ও কুয়াশায় ট্রেনের চলাচল। সেই সময় অনেক ক্ষেত্রেই ট্রেনের যাতায়াতে বিঘ্ন ঘটে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কুয়াশার সময় ধীনগতিতে ট্রেন চলার সময় সঠিক তথ্যও যাত্রীরা পেয়ে যাবেন। বিশেষ করে রাজধানী এবং তেজসের মতো ট্রেনে এব্যাপারে অনেক সুবিধা হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
To run the process smooth Indin Railways with the help of IIT and ISRO is changing 31 year old software which they are using
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X