For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ মার্চ শেষ জিও প্রাইম! এরপর কী করবেন, আর কোন সুবিধা আসছে, জানুন

রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে ৩১ মার্চ। গতবছরের পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া প্রাইম মেম্বারশিপের সময়সীমা ছিল একবছরের।

  • |
Google Oneindia Bengali News

রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে ৩১ মার্চ। গতবছরের পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া প্রাইম মেম্বারশিপের সময়সীমা ছিল একবছরের। তবে গ্রাহক মহলের আশা, সময়সীমা শেষ হওয়ার আগেই জিও-র তরফে নতুন কিছু ঘোষণা করা হবে।

জিও প্রাইম মেম্বারশিপে রয়েছেন? ৩১ মার্চের পর কী করবেন, আর কোন সুবিধা মিলতে পারে, জেনে নিন

ভারতের টেলিকমিউনিকেশন জগতে পা রাখার পর থেকে মোবাইল ফোন কলের খরচ এবং নেট ব্যবহার নিয়ে ধারনাটাই বদলে দিয়েছিল রিলায়েন্স জিও। মূলত ডেটা কেন্দ্রীক পরিষেবা দিয়েছে জিও। যার দাপটে অন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ত্রাহি ত্রাহি অবস্থা। প্রথম ছয় মাসে বিনা পয়সার পরিষেবা দেওয়ার পর মুকেশ আম্বানির সংস্থা ৯৯ টাকায় প্রাইম মেম্বারশিপ চালু করে। যার অধীনে রয়েছে বিভিন্ন ধরনের রিচার্জ অপশন।

সূত্রের খবর অনুযায়ী, এবার সরাসরি প্রাইম মেম্বারশিপ ব্যবস্থাটাই তুলে দিতে চলেছে জিও। বদলে ফ্রি সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করতে চলেছে জিও।

একেবারে প্রথমের দিকে নির্দিষ্ট সময়ের জন্য প্রাইম মেম্বারশিপ দেওয়ার কথা জানিয়েছিল জিও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সময়সীমার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় জিও-র তরফ থেকে। এখনও পর্যন্ত জিও-র অফিসিয়াল পোর্টালে প্রাইম মেম্বারশিপ নিয়ে বাড়তি কোনও তথ্য নেই। তবে গ্রাহকমহলের আশা প্রাইম মেম্বারশিপ ব্যবস্থা তুলে দিয়ে সবার জন্য একই ব্যবস্থা আনবে জিও।

English summary
What will be the next after Jio's Prime membership offer ends 31 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X