For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড, একনজরে সহজ উপায়

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড, একনজরে সহজ উপায়

  • |
Google Oneindia Bengali News

আধার কার্ড (aadhaar card) গ্রাহকদের জন্য সুখবর। রেজিস্টার্ড মোবাইল নম্বর (mobile number) ছাড়াই এবার আধার কার্ড ডাউনলোড করার সুবিধা পাওয়া যাচ্ছে। আধার কার্ড ইস্যুকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), যাঁরা এখনও আধার কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ করেননি, তাঁদের জন্য নতুন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে।

যেতে হবে ওয়েবসাইটে

যেতে হবে ওয়েবসাইটে

যিনি এই সুবিধা নিতে চান, তাঁকে প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে My Aadhaar-এ ক্লিক করতে হবে। এখানে অর্ডার আধার পিভিসি কার্ড-এ ক্লিক করতে হবে।

আধার নম্বর দিতে হবে

আধার নম্বর দিতে হবে

এবার সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এখানে আধার নম্বরের পরিবর্তে ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর লিখতেও পারেন কেউ। এই প্রক্রিয়ার পরে যিনি এই সুবিধা নিতে চান, তাঁকে ক্যাপচা কোড লিখতে হবে।

যদি রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকে

যদি রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকে

যদি আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকে, এবং আধার কার্ড ডাউনলোড করতে চাল তাহলে মোবাইল রেজিস্টার্ড নয়, সেখানে ক্লিক করতে হবে। এরপরেই সেখানে বিকল্প নম্বর কিংবা রেজিস্টার্ড নয় সেরকম মোবাইল নম্বর লিখতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। বিকল্প নম্বরে ওয়ান টাইম পার্সোয়ার্ড চলে যাবে।
এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস-এ চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর সাবমিট করতে হবে।

 সর্বশেষ ধাপ

সর্বশেষ ধাপ

এরপর আবেদনকারীর জন্য নতুন একটি পাতা খুলে যাবে। পুনর্মুদ্রণ যাচাইয়ের জন্য আধার চিঠিক বিকল্প পাওয়া যাবে। এরপরেই মেক পেমেন্ট বিকল্পে ক্লিক করতে হবে।

ভারতের একমাত্র ট্রেন যা ভাড়া নেয় না, ৭৩ বছর ধরে বিনামূল্যে ভ্রমণ করেন স্থানীয়রা ভারতের একমাত্র ট্রেন যা ভাড়া নেয় না, ৭৩ বছর ধরে বিনামূল্যে ভ্রমণ করেন স্থানীয়রা

English summary
What of the way Aadhaar card download without registered mobile number
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X