For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও গ্যারান্টি ছাড়াই পিএম স্বনিধি যোজনায় ঋণ! কারা এই স্কিমের সুবিধা পেতে পারেন, একনজরে

কোনও গ্যারান্টি ছাড়াই পিএম স্বনিধি যোজনায় ঋণ! কারা এই স্কিমের সুবিধা পেতে পারেন, একনজরে

Google Oneindia Bengali News

দেশের গরিব মানুষকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা দানের জন্য মোদী সরকারের অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Swanidhi Yojana)। ২০২০-র ২ জুলাই এই প্রকল্প শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে রাস্তার ধারে বিক্রেতাদের ঋণের সুবিধা প্রদান করা হয়।

 একনজরে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা

একনজরে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় ঋণ নেওয়ার সময়সীমা ছিল ২০২২-এর মার্চ পর্যন্ত। এখন তা ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে করোনা মহামারী শুরু হওয়ার পরে ২০২০-র মার্চের শেষে সারা দেশে লকডাউন শুরু হয়। সেই সময় সব থেকে বেশি প্রভাব পড়েছিল রাস্তার পাশে থাকা দোকানদারদের ওপরে।

 আস্তে আস্তে ঋণের পরিমাণ বৃদ্ধি

আস্তে আস্তে ঋণের পরিমাণ বৃদ্ধি

করোনা কালে বহু মানুষকে সাহায্য করতে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা শুরু করা হয়েছিল। এই যোজনায় সরকার বিক্রেতাদের গ্যারান্টি ছাড়াও ১০ হাজার টাকার ঋণের সুবিধা দিয়ে থাকে। এই প্রকল্পে এই ঋণ ১ বছরের মধ্যে ফেরত দিতে হবে। আর ১ বছরের মঝ্যে ঋণ পরিষোধ করলে দ্বিতীয়বার ২০ হাজার টাকা এবং সেই টাকা পরিশোধের পরে তৃতীয়বার ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার উপায় রয়েছে।

এখনও পর্যন্ত ৩৪ লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন

এখনও পর্যন্ত ৩৪ লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন

সরকারের প্রকাশিত তথ্য অনুসারে এখনও পর্যন্ত ৩৪ লক্ষের বেশি মানুষ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সুবিধা পেয়েছেন। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৩৬২৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। একদিকে সরকার যেমন কোনও গ্যারান্টি ছাড়াই ঋণ দেয়, অন্যদিকে এক বছরের মধ্যে ঋণ শোধ করলে ঋণের সুদের ভর্তুকি পাওয়া যায়। সেক্ষেত্রে অ্যাকাউন্টে সর্বোচ্চ ১২০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য আবেদন করতে http://pmsvanidhi.mohua.org.in/-এ ক্লিক করতে হবে।
তারপর এখানেই আবেদন করা যাবে।
কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই স্কিমের জন্য আবেদন করা যাবে।
যে কোনও সরকারি ব্যাঙ্কে গিয়েও আবেদন করা যাবে।
এই স্কিমের সুবিধা নিতে গেলে আবেদনকারীর অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার যুক্ত মোবাইল থাকতে হবে।

মাসে ৫০০০ টাকা পেনশন, অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধামাসে ৫০০০ টাকা পেনশন, অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা

English summary
What is PMSY and who can get benefit from this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X