For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়করের স্ল্যাব বদলাল না, গ্রামীণ জনসংখ্যাকে বাজেটে টার্গেট কেন্দ্রের, পড়ুন সমস্ত আপডেট

লোকসভা ভোট আগামী বছর ২০১৯ সালে। তার আগে এবারই শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কোন পথে হাঁটলেন জেটলি? বাজেটের সমস্ত খবর জানতে চোখ রাখুন এখানে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোট আগামী বছর ২০১৯ সালে। তার আগে এবারই শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ভোটের দিকে তাকিয়ে জনমোহিনী বাজেট পেশ করবে না মোদী সরকার। সেই বার্তা দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নিজেই। তা সত্ত্বেও সবদিক ঠিক রেখে কতটা সুবিধা কেন্দ্রের শাসক দল বাজেট থেকে তুলবে তা বিশেষ দেখার বিষয়। সবমিলিয়ে কোন পথে হাঁটলেন জেটলি? বাজেটের সমস্ত খবর জানতে চোখ রাখুন এখানে।

আয়করের স্ল্যাব বদলাল না, গ্রামীণ জনসংখ্যাকে বাজেটে টার্গেট কেন্দ্রের, পড়ুন সমস্ত আপডেট

Newest First Oldest First
12:51 PM, 1 Feb

এবারের বাজেট পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষির উন্নয়ন, এমএসএমই ও গ্রামীণ উন্নয়নের দিকে তাকিয়ে বানানো হয়েছে। এই বলে বাজেট পেশ করা শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
12:49 PM, 1 Feb

শিক্ষা ও স্বাস্থ্যে সেস বাড়ছে ১ শতাংশ হারে। মোবাইলে ২০ শতাংশ হারে বাড়ছে রাজস্ব কর।
12:41 PM, 1 Feb

২৫০ কোটি টাকা পর্যন্ত আয়ের কোম্পানিগুলিকে কর্পোরেট কর ২৫ শতাংশ হারে দিতে হবে।
12:37 PM, 1 Feb

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদের টাকায় টিডিএস কাটা হবে না।
12:36 PM, 1 Feb

চাকরিজীবীদের ক্ষেত্রে আয়করের কোনও বদল করা হচ্ছে না। আগের বছরগুলিতে সরকার নানা বদল করেছে। ৪০ হাজার টাকা ট্রান্সপোর্ট ও মেডিক্যাল রিইমবর্সমেন্ট ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।
12:31 PM, 1 Feb

ফুটওয়্যার ও চামড়া শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রতি তিনটি লোকসভা কেন্দ্রের জন্য অন্তত একটি করে মেডিক্যাল কলেজ ও প্রতিটি রাজ্যে অন্তত একটি সরকারি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।
12:31 PM, 1 Feb

বার্ষিক ১০০ কোটি টার্নওভারের কৃষি সংক্রান্ত ব্যবসায় একশো শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
12:29 PM, 1 Feb

ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ৪১ শতাংশ রিটার্ন বেড়েছে ব্যবস্থা সরলীকরণের ফলে। তবে সরকারে আয় আরও বাড়াতে হবে। করদাতা বাড়লেও কর থকে আয় সেভাবে বাড়েনি।
12:27 PM, 1 Feb

প্রত্যক্ষ করের ক্ষেত্রে বৃদ্ধি আশাব্যঞ্জক হয়েছে। জানুয়ারি পর্যন্ত ১৮.৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। আয়করে নতুন করদাতা বেড়েছে। সঠিক পথে করদাতাদের সরকার পুরস্কৃত করবে। কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
12:23 PM, 1 Feb

জিএসটি খাতে ২১.৫৭ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে। আর্থিক ঘাটতি কমে ৩.৩ শতাংশ হবে আগামী অর্থবর্ষে।
12:21 PM, 1 Feb

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে সরকার ১৫০ কোটি টাকা বরাদ্দ করছে।
12:20 PM, 1 Feb

সংসদদের বেতন ও ভাতা বাড়ানো হচ্ছে। ১ এপ্রিল থেকে তা প্রযোজ্য হবে। প্রতি পাঁচবছরে তার মূল্যায়ন হবে বাজার দর দেখে।
12:19 PM, 1 Feb

রাষ্ট্রপতির বেতন ৫ লক্ষ টাকা, উপরাষ্ট্রপতির বেতন ৪ লক্ষ টাকা ও রাজ্যপালদের ভাতা ৩.৫ লক্ষ টাকা করা হল।
12:18 PM, 1 Feb

সেবি, আরবিআই আইনে সংশোধনী আনা হয়েছে।
12:17 PM, 1 Feb

ব্যাঙ্ক পুনরুজ্জীবনে ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল। এক্সচেঞ্জ ট্রেন্ড ফান্ডে ১৪ হাজার ৫০০ কোটি বরাদ্দ হল।
12:12 PM, 1 Feb

পরিকাঠামো উন্নয়নে ২০১৮-১৯ সালে বাজেট বরাদ্দ বাড়িয়ে ৫. ৯৭ কোটি টাকা করা হল।
12:10 PM, 1 Feb

ক্রিপ্টোকারেন্সিকে সরকার মান্যতা দেবে না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল পেমেন্টকে সরকার উৎসাহ দেবে।
12:10 PM, 1 Feb

রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে সরকার বিনিয়োগ করবে।
12:06 PM, 1 Feb

বিমানবন্দরের ক্ষমতা আরও ৫ গুণ বাড়ানোর জন্য সরকার বিনিয়োগ করবে। সাধারণ মানুষকে বিমানে চড়ানোর যে স্বপ্ন সরকার দেখেছে তা পূরণের লক্ষ্যে এগোচ্ছে সরকার।
12:05 PM, 1 Feb

হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি চেষ্টা চলছে। ভদোদরা ইনস্টিটিউট এই বিষয়ে বিশেষ সাহায্য করছে।
12:04 PM, 1 Feb

৬০০টি রেল স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে। সমস্ত রেল স্টেশনে ওয়াই ফাই পরিষেবা দেওয়া হবে। বেঙ্গালুরুতে ১৬০ কিমি শহুরে রেলপথ ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হবে।
12:02 PM, 1 Feb

১২ হাজার ওয়াগন ৫১৬০ কোচ ও ৫৬০ লোকোমোটিভ নেওয়া হচ্ছে। ২৫ হাজারের বেশি লোক হয় এমন স্টেশনে এসকেলেটর দেওযা হবে। এছাড়া ওয়াই ফাই সহ নানা উন্নত পরিষেবা প্রদান করা হবে।
12:01 PM, 1 Feb

১৮ হাজার কিমি রেল পথ ৩ অথবা ৪ লাইনের করার চেষ্টা চলছে।
11:59 AM, 1 Feb

১০০টি আইএসআই চিহ্নিত স্মৃতিসৌধকে পর্যটন মানচিত্রে বিশেষ স্থান দেওয়া হবে।
11:58 AM, 1 Feb

১০টি স্থানকে বেছে নিয়ে আইকনিক ট্যুরিস্ট স্পট করে পর্যটনকে উৎসাহ দেওয়া হবে। স্মৃতিসৌধগুলিকে সংস্কার ও তার পর্যটনে জোর দেওয়া হবে।
11:57 AM, 1 Feb

আগামী দিনে সি প্লেন সুবিধা চালু করবে সরকার। স্মার্ট সিটি মিশনে জোর দিয়েছে সরকার। সীমান্ত এলাকায় যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার।
11:56 AM, 1 Feb

পরিকাঠামো উন্নয়নে সরকারের প্রয়োজন ৫০ লক্ষ কোটি টাকা। রাস্তা, বিমানবন্দর, বন্দর, রেলকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে।
11:55 AM, 1 Feb

টেক্সটাইল সেক্টরে ৭ হাজার ১৪৮ কোটি টাকা বরাদ্দ করছে সরকার।
11:53 AM, 1 Feb

কর্মসংস্থানে জোর দিতে চাইছে সরকার। গত তিনবছরে সরকার অনেক ধরনের চেষ্টা করেছে। কর্মীদের ইপিএফে সুবিধা দেওয়া, জাতীয় অ্যাপ্রেন্টিস স্কিমে যুবকদের প্রশিক্ষণ দেওয়া, গর্ভকালীন ছুটি ২৬ সপ্তাহের বাড়িয়ে দেওয়া, ইত্যাদি করেছে সরকার। নতুন কর্মীদের ১২ শতাংশ ইপিএফ সরকার দেবে।
11:50 AM, 1 Feb

মুদ্রা যোজনায় ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
READ MORE

English summary
Union Budget 2018 : FM Arun Jaitley's budget speech in parliament; See all the latest updates here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X