For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট নিয়ে টুইটারে ঠাট্টা অব্যাহত, হাসির টুইটে ছেয়ে যাচ্ছে স্যোশাল মিডিয়া

বৃহস্পতিবার অরুণ জেটলি বাজেট পেশ করেছেন। মধ্যবিত্তদের জন্য এই বাজেটে বিশেষ কিছুই সুবিধা রাখা হয়নি বলে জানানো হয়েছে। আর সেই ঘোষণার পর থেকেই টুইটার একের পর এক মজার টুইটে ছেয়ে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার অরুণ জেটলি বাজেট পেশ করেছেন। মধ্যবিত্তদের জন্য এই বাজেটে বিশেষ কিছুই সুবিধা রাখা হয়নি বলে জানানো হয়েছে। আর সেই ঘোষণার পর থেকেই টুইটার একের পর এক মজার টুইটে ছেয়ে যাচ্ছে। অন্যান্য স্যোশাল মিডিয়ায়ও মানুষ ঠাট্টায় মেতেছেন। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির মানুষদের নিয়েই বেশি ঠাট্টা চলছে। একনজরে দেখে নেওয়া যাক কিছু মজার টুইট।

বাজেটে এল মহাভারত প্রসঙ্গ

দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে এবারের বাজেটে মধ্যবিত্তদের অবস্থানকে তুলনা করা হয়েছে

বঞ্চিত মধ্যবিত্ত

মধ্যবিত্তরা গরিবের মতো ভাতা পায় না এবং বড়লোকদের মতো সুবিধা পায় না। মজার টুইটে সেই দাবি করা হয়েছে।

নিশানায় কেন্দ্র

এই টুইটে মোদী সরকারে নিশানা করে মজার টুইট।

কেন্দ্রকে হুমকি

এই টুইটে আবার মজাচ্ছলে থানিকটা হুমকির সুর শোনা গিয়েছে। ২০১৯ সালের ভোটের পর কেন্দ্র বুঝবে কত ধানে কত চাল।

বাজেট নিয়ে মজার টুইট

মধ্যবিত্ত শ্রেণি বাজেটকে কীভাবে দেখছে তাই মজার টুইটে বোঝানোর চেষ্টা হয়েছে।

শ্লেষাত্মক টুইট

মধ্যবিত্ত শ্রেণির হাত থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। টুইটে শ্লেষ ঝরে পড়ছে।

চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত শ্রেণি

এই টুইটে যেন নিম্নবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মাঝে পড়ে দমবন্ধ মধ্যবিত্ত শ্রেণিকেই বোঝানোর চেষ্টা হয়েছে।

English summary
Twitter memes on middle class after FM Arun Jaitley's Union Budget 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X