For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ শেষ দিন, তার আগেই আয়কর রিটার্ন ফাইলিং বাড়ল ৬০ শতাংশ

আজ আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ। এই বছর আগের বছরের থেকে রিটার্নের পরিমাণ বেড়েছে ৬০ শতাংশ।

Google Oneindia Bengali News

শুক্রবার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ দিন। তার আগেই বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পাঁচ কোটিরও বেশি মানুষ ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন। গত বছরের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। অনেকেরই শেষ মুহূর্তে রিটার্ণ ফাইল করার প্রবণতা থাকে। তাই শেষদিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আজই আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন, তার আগেই ৬০ শতাংশ বেড়েছে রিটার্ণের পরিমাণ

এই বছর সরকার ৩১ আগস্টের মধ্যে রিটার্ন ফাইল না করলে জরিমানা নেওয়ার কথা ঘোষণা করেছে। এর জন্যই করদাতাদের সংখ্যা এতটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। রিটার্ন ফাইল করার শেষ দিন নির্ধারিত ছিল ৩১ জুলাই তারিখে। পরে তা একমাস বাড়ানো হয়েছিল।

[আরও পড়ুন:ডলারের সাপেক্ষে সর্বকালীন গোঁত্তা খেয়ে ৭১-এ পৌঁছল টাকার মূল্য ][আরও পড়ুন:ডলারের সাপেক্ষে সর্বকালীন গোঁত্তা খেয়ে ৭১-এ পৌঁছল টাকার মূল্য ]

এর আগে সময়ে ট্যাক্স রিটার্ন ফাইল করতে না পারলে কোনও জরিমানা নেওয়ার ব্যবস্থা ছিল না। আগের আর্থিক বছরের রিটার্ন ফাইল করা যেত পরের মার্চের শেষ পর্যন্ত। শেষ আর্থিক বছরে ৬.৮ কোটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়েছিল।

[আরও পড়ুন: বিজেপির জয়ী সদস্যের ভোট তৃণমূলকে! অভিযোগে তপ্ত মালদহে গুলিবিদ্ধ শিশু সংকটে][আরও পড়ুন: বিজেপির জয়ী সদস্যের ভোট তৃণমূলকে! অভিযোগে তপ্ত মালদহে গুলিবিদ্ধ শিশু সংকটে]

যত মানুষ আয়কর রিটার্ন ফাইল করেন তার মধ্যে একটা বড় অংশকে কর দিতে হয় না। এই বছর প্রায় এক কোটির বেশি মানুষ জিরো ট্য়াক্স লায়াবিলিটি কথা জানিয়েছেন।

[আরও পড়ুন:রেকর্ড দামে পৌঁছল তেলের দাম, মূল্যবদ্ধির আশঙ্কাকে জিইয়ে রেখে আরও পড়ল টাকার দাম ][আরও পড়ুন:রেকর্ড দামে পৌঁছল তেলের দাম, মূল্যবদ্ধির আশঙ্কাকে জিইয়ে রেখে আরও পড়ল টাকার দাম ]

এই বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সংখ্যা বাড়ার পিছনে জিএসটি-এর একটি বড় ভূমিকা থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। অনেক ব্যবসায়ীই যারা কর ফাঁকি দিতেন তারা এই বার জিএসটি পেমেন্ট ও রিটার্নে ধরা পড়ে যাবেন আয়কর ভয়ে রিটার্ন ফাইল করতে বাধ্য হয়েছেন।

English summary
Before the deadline for filing of income tax return, the amount of return file increased by 60 percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X