For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিওফোনকে টেক্কা দিতে এবার ময়দানে এয়ারটেল, ২৫০০ টাকায় ৪জি স্মার্টফোন দিওয়ালিতেই

জিওফোনকে টেক্কা দিতে এবার আসরে নামছে এয়ারটেলও। দিওয়ালিতেও ২৫০০ টাকা দামের ৪জি স্মার্টফোন বাজারে আনতে চলেছে ভারতী এয়ারটেল।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জিওফোনকে টেক্কা দিতে এবার আসরে নামছে এয়ারটেলও। দিওয়ালিতেই ২৫০০ টাকা দামের ৪জি স্মার্টফোন বাজারে আনতে চলেছে ভারতী এয়ারটেল। মুকেশ আম্বানির জিওফোনকে এয়ারটেল ভালই টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।

জিওফোনকে টেক্কা দিতে এবার ময়দানে এয়ারটেল, ২৫০০ টাকায় ৪জি স্মার্টফোন দিওয়ালিতেই

গতমাসেই জিওফোনের ঘোষণা করেছেন জিও কর্ণধার মুকেশ আম্বানি। আর মাত্র কয়েকদিন পর থেকেই হাতেও পাওয়া যাবে জিওফোন। কিন্তু জিওফোন বাজারে আসার আগেই এয়ারটেলের ঘোষণা চমকে ওঠার মতই। মাত্র ২৫০০ টাকায় অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন বাজারে আনতে চলেছে এয়ারটেল। আর পাঁচটা ফোনের মতই গুগল প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপ ডাউনলোড করা যাবে এই ফোনে। এই ফোনের ডিস্প্লে, ব্যাটারি ও ক্যামেরা উন্নতমানের হবে বলেই এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি হ্যান্ডসেট নির্মাতা সংস্থার সঙ্গে সংস্থা কথাবার্তা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

জিওফোনকে টেক্কা দিতে এবার ময়দানে এয়ারটেল, ২৫০০ টাকায় ৪জি স্মার্টফোন দিওয়ালিতেই

উল্লেখ্য জিওফোনকে ফিচার ফোন হিসেবেই লঞ্চ করছে মুকেশ আম্বানির সংস্থা। এই ফোনে ৪জি থাকলেও পাওয়া যাবে না অনেক সুবিধেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুকও আপাততভাবে থাকবে না এই ফোনে। তবে ফোনটি কার্যত বিনামূল্যেই পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সেদিক দিয়ে দেখতে গেলে এয়ারটেলের অ্যান্ড্রয়েড ফোন প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। অবশ্য ফোনের সঙ্গে এয়ারটেল নিজস্ব কী সুবিধে দিতে চলেছে তা এখনও জানা যায়নি। সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের গোড়াতেই এই ফোন বাজারে চলে আসবে বলে এয়ারটেল সূত্রে জানা গিয়েছে।

English summary
To counter jiophone, airtel to launch 4G smartphone at rs 2500 this diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X