For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIC-র Policy: ৪ বছরে কোটিপতি! বছরে বছরে ঠিক কত টাকা বিনিয়োগ

LIC-র Policy: ৪ বছরে কোটিপতি! বছরে বছরে ঠিক কত টাকা বিনিয়োগ

  • |
Google Oneindia Bengali News

প্রত্যেক ব্যক্তি, লিঙ্গ, বয়স এবং অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে ভারতীয় জীবন বিমা অর্থাৎ LIC-র বিভিন্ন পলিসি। নিম্নবিত্ত, মধ্য বিত্তদের পাশাপাশি উত্ত বিত্তদের জন্যও পলিসি রয়েছে তাদের। পরিবারের কেউ যখন পাশে থাকে না সেই সময় জীবন বিমার মাধ্যমেও অনেকে পরিস্থিতির মোকাবিলা করে থাকেন।

শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত নয়

শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত নয়

এলআইসির জীবন শিরোমনি পলিসি শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত নয়। ফলে এটি সাধারণের জন্য ভাল বিকল্প, কেননা এই মুহূর্তে শেয়ার বাজার স্থিতিশীল নয়। এলআইসির এই পলিসি সব থেকে সুবিধাজনক প্রকল্পগুলির একটি।

এই পলিসির সুবিধা

এই পলিসির সুবিধা

এলআইসির ওয়েবসাইট অনুসারে জীবন শিরোমনি পলিসি একটি নন লিঙ্কড, জীব নিশ্চয়তা সঞ্চয় প্রকল্প। এক্ষেত্রে সীমিত প্রিমিয়াম দিতে হয়। মানি ব্যাক লাইফ ইনস্যুরেন্স প্ল্যান, যেখানে ন্যূনতম প্রাপ্ত অঙ্ক নির্দিষ্ট করা রয়েছে।
এই পলিসিটি উচ্চবিত্তদের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর অধীনে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্ল্যানের প্রথম ৫ বছরের জন্য প্রতি হাজারে ৫০ টাকা করে বেসিক সাম অ্যাসিওরজ এবং ষষ্ঠ বছর থেকে
প্রতি হাজারে ৫৫ টাকা করে জমা হবে। যা গ্যারান্টি যুক্ত। এছাড়াও লাভের অঙ্ক লয়্যালটি অ্যাডিশন হিসেবে জমা হতে থাকবে।

ন্যূনতম ও সর্বোচ্চ বয়স

ন্যূনতম ও সর্বোচ্চ বয়স

এলআইসির জীবন শিরোমনি প্ল্যানের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। আর মেয়াদ পূর্তির সময়ে কোনওভাবেই আবেদনকারীর বয়স ৬৯-র বেসি হবে না। ১৪ বছরের পলিসির ক্ষেত্রে সর্বোচ্চ বয়ল ৫৫ বছর, ১৬ বছরের পলিসির ক্ষেত্রে সর্বোচ্চ ৫১ বছর, ১৮ বছরের পলিসির ক্ষেত্রে বয়স ৪৮, আর ২০ বছরের পলিসির ক্ষেত্রে বয়স ৪৫ বছর হতে হবে।

মাসের প্রিমিয়াম

মাসের প্রিমিয়াম

জীবন শিরোমনি পলিসিতে বেসিক সাম অ্যাসিওরড হল ১ কোটি টাকা। এর সুবিধা পেতে পেলে আবেদনকারীকে চার বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে আগে বলা হয়েছে, এই প্রকল্প রয়েছে চারটি মেয়াদের। ১৪, ১৬, ১৮ ও ২০ বছরের। এই প্রকল্পে সুবিধা পেতে গেলে প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে ৯৪ হাজার টাকা করে। এই প্ল্যানে ঋণের সুবিধাও রয়েছে। তবে এই ঋণ কেবল এলআইসির শর্তে পাওয়া যায়।

হানা দিতে পারে ইডি! জানেনি কি বাড়িতে নিয়ম মেনে টাকা-সোনা কত পরিমাণ রাখতে পারেন?হানা দিতে পারে ইডি! জানেনি কি বাড়িতে নিয়ম মেনে টাকা-সোনা কত পরিমাণ রাখতে পারেন?

English summary
Through LIC's Jeevan Shiromani Plan one can become crorepati in four years, how
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X