সুপ্রিম কোর্টে নির্দেশ! টেলিকম কোম্পানিগুলিকে মধ্যরাতের ডেডলাইন মোদী সরকারের
সুপ্রিম কোর্টের চাপে আগের আদেশের বদল টেলিকম ডিপার্টমেন্টের। পরিবর্তির আদেশে দেশের মোবাইল কোম্পানিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, মধ্যরাতের মধ্যে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। এর আগে সুপ্রিম কোর্ট তাদের অক্টোবরের নির্দেশ না মানার জন্য সরকারি আধিকারিকদের আদালত অবমাননার হুঁশিয়ারি দেয়।

মধ্যরাতের ডেডলাইন
জানুয়ারিতে টেলিকম ডিপার্টমেন্ট তাদের আধিকারিকদের নির্দেশ দিয়েছিল যেসব টেলিকম কোম্পানির বকেয়া রয়েছে, তাদের বিরুদ্ধে বড় কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। এদিন সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির পর টেলিকম ডিপার্টমেন্ট সেই আদেশের পরিবর্তন করে জানায় মধ্যরাতের মধ্যেই বকেয়া মিটিয়ে দিতে হবে। লাইসেন্স ফি এবং স্পেকট্রাম চার্জ বাবদ সরকারের কাছে বকেয়া রয়েছে হাজার হাজার কোটি টাকা।

সরকারের নির্দেশে ক্ষিপ্ত সুপ্রিম কোর্ট
এদিন শুনানির সময় বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ সরকারের নির্দেশ ক্ষোভ প্রকাশ করেন। দেশে কি কোনও আইন আছে, প্রশ্ন তোলেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের অক্টোবরের নির্দেশ
গতবছরের অক্টোবর সর্বোচ্চ আদালত ১৪ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের প্রক্রিয়া শেষ করে সরকারের পক্ষেই রায় দেয়। সরকারের বকেয়া মেটানোর নির্দেশ দেয়। হিসেব মতো যা গিয়ে দাঁড়িয়েছে ৯২ হাজার কোটিতে।

যেসব কোম্পানির বকেয়া
ভোডাফোন আইডিয়ার বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা, ভারতী এয়ারটেলের বকেয়া রয়েছে ৩৫,৫০০ কোটি, বর্তমানে ব্যবসা গুটিয়ে যাওয়া টাটা টেলি সার্ভিসেসের বকেয়া রয়েছে ১৪ হাজার কোটি টাকা।