For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ বছর পর্যন্ত পুরনো ব্যাঙ্ক লেনদেনের হিসাবেও নজর রেখেছে আয়কর!

আয়কর নিয়ে কোনওরকম ঢিলেমি দেওয়া হবে না। যদি লুকনো সম্পত্তি ও আয়ের সীমা ৫০ লক্ষ টাকার বেশি হয় তাহলে ১০ বছর পর্যন্ত পুরনো ব্যাঙ্ক লেনদেনের হিসাবও আয়করে স্ক্যানারে থাকবে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ মার্চ : আয়কর নিয়ে কোনওরকম ঢিলেমি দেওয়া হবে না। যদি লুকনো সম্পত্তি ও আয়ের সীমা ৫০ লক্ষ টাকার বেশি হয় তাহলে ১০ বছর পর্যন্ত পুরনো ব্যাঙ্ক লেনদেনের হিসাবও আয়করে স্ক্যানারে থাকবে বলে জানা গিয়েছে।[কালো টাকা ইস্যু : ৭ লক্ষ কোম্পানিতে তালা ঝোলাতে চলেছে কেন্দ্র!]

এতদিন আয়কর কর্তারা আগের সর্বাধিক ৬ বছর পর্যন্ত স্ক্রুটিনি করতে পারতেন। তবে এবার তা দশ বছর করে দেওয়া হয়েছে। অর্থবিল ২০১৭-র সংশোধনী অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। অর্থাৎ ২০০৭ সাল পর্যন্ত আয়করদাতার বুক অব অ্যাকাউন্টস দেখতে পারবেন আয়কর কর্তারা।[#Demonetisation : কম অঙ্কের টাকা জমা দেওয়া ব্যক্তিদের নাম আয়করের কোপে!]

১০ বছর পর্যন্ত পুরনো ব্যাঙ্ক লেনদেনের হিসাবেও নজর রেখেছে আয়কর!

আয়কর তল্লাশিতে কারও লুকনো বা আয় বহির্ভূত সম্পত্তি পাওয়া গেলে তাদের ক্ষেত্রে পুরনো ১০ বছরের লেনদেনের হিসাব খতিয়ে দেখা হবে। নতুন নিয়মে তেমনটাই সংস্থান রয়েছে বলে আয়কর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।[বাজেট ২০১৭ : আয়কর ছাড় সংক্রান্ত যে সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]

লুকনো বিদেশ সম্পত্তির ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আয়কর বিভাগকে ক্ষমতা দিয়েছে পুরনো ১৬ বছরের ঘটনার পরম্পরা খতিয়ে দেখতে। এতগুলি বছরের ব্যাঙ্ক লেনদেনের হিসাব ও লুকিয়ে রাখা সম্পত্তির হিসাব হাতে এলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা উদ্ধারে এটা সরকারের আর একটি প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।[Demonetisation এর জের শেষ, এবার নগদে লেনদেনে লেভি বসাবে ব্যাঙ্ক]

English summary
According to the memorandum to the Finance Bill 2017, the amendment to the Income Tax Act will take effect from April 1, 2017. This means that the books of accounts of an assessee can be reopened by taxmen back till 2007.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X