For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার দামে রেকর্ড পতন! বড় ধাক্কা শেয়ার বাজারে

কংগ্রেস ও বামেদের ডাকা ভারত বনধের দিনে পতন শেয়ার বাজারে। সেনসেক্স এবং নিফটি এদিন পতন হয়েছে উভয়দিকেই।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস ও বামেদের ডাকা ভারত বনধের দিনে পতন শেয়ার বাজারে। সেনসেক্স এবং নিফটি এদিন পতন হয়েছে উভয়দিকেই। তথ্য প্রযুক্তি এবং ওষুধ শিল্পের শেয়ারগুলি ভাল ব্যবসা করলেও, টাটা মোটরসের মতো শেয়ারের দামে এদিন পতন লক্ষ্য করা গিয়েছে। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে এদিন টাকার দামেও পতন অব্যাহত থাকে।

টাকার দামে রেকর্ড পতন! বড় ধাক্কা শেয়ার বাজারে

মুম্বইয়ের শেয়ারবাজার এদিন ৩৯৫.৬০ পয়েন্ট নেমে ৩৭,৯৯৩.৫২ কাজ শুরু করে। বেলা একটা নাগাদ যা নেমে ৩৭,৯৭৫.৩২-এ নেমে যায়। এদিন নিফটিতেও পতন লক্ষ্য করা গিয়েছে। এদিন নিফটি ১১,৪৫৮.৪০-তে কাজ শুরু করে। বেলা একটা নাগাদ যা ছিল ১১,৪৬৪-তে।

শেয়ারবাজারে পতন হলেও, তথ্যপ্রযুক্তি এবং ওযুধ শিল্পের শেয়ারের ভাল ব্যবসা হয়েছে। শেয়ারবাজারে পতন থাকলেও, অ্যাক্সিস ব্যাঙ্ক, সিপলা, জেএসডব্লু স্টিল-এর দাম বেড়েছে। অন্যদিকে, টাটা মোটরস, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ারের দামে পতন ছিল লক্ষ্য করার মতো।

বাজার খোলার সময় এদিন ডলার পিছু টাকার দাম ছিল ৭২.১৮ টাকা। একটা সময় তা নেমে ৭২.৬৭ তেও পৌঁছে যায়। পরে তা কিছুটা ওপরে ওঠে। শুক্রবার বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭১.৭৩ টাকা।

English summary
Sensex, Nifty witness steep plunge on 10th September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X