For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

RuPay Credit Card ব্যবহারকারীদের জন্যে বড় ঘোষণা! মিলবে এবার এই সুবিধাও

নতুন করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি নতুন রেপোরেট কথা ঘোষণা করে। ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়ানো হয়েছে। আজই বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির মিটিং। ত

  • |
Google Oneindia Bengali News

RuPay Credit Card: নতুন করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি নতুন রেপোরেট কথা ঘোষণা করে। ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়ানো হয়েছে। আজই বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির মিটিং। তাতেই ই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, Rupay Credit Card নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। শক্তিকান্ত দাস জানান, Rupay Credit Card এখন থেকে UPI প্লাটফর্মগুলির সঙ্গে লিঙ্ক করা যাবে। মানুষের সুবিধার কথা ভেবেই এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে পাকাপাকিভাবে এহেন সুবিধা শুরু হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

UPI প্লাটফর্মগুলির সঙ্গে লিঙ্ক

UPI প্লাটফর্মগুলির সঙ্গে লিঙ্ক

Rupay Credit Card নিয়ে কার্যত বড়সড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের। নয়া সিদ্ধান্ত অনুযায়ী UPI প্লাটফর্মগুলির সঙ্গে লিঙ্ক করা যাবে কার্ড। তবে এর জন্য পেমেন্ট ইনফ্রা ফান্ড স্কিমে পরিবর্তন আনা হবে। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে দেশে UPI-এর ব্যবহার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এই প্ল্যাটফর্মে ২৬০ মিলিয়ন ইউনিট ব্যবহারকারী এবং ৫০ মিলিয়ন ব্যবসায়ী এক সঙ্গে কাজ করে। শুধুমাত্র ২০২২ সালের মে মাসে, UPI-এর মাধ্যমে ১০.৪ লক্ষ কোটি টাকার ৫৯৪ কোটি লেনদেন করা হয়েছে।

জরুরি তথ্য একনজরে

জরুরি তথ্য একনজরে

বলে রাখা প্রয়োজন, UPI-এর সঙ্গে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করে অনলাইন লেনদেনগুলি সহজেই করা যেতে পারে। আর এজন্যে ব্যবহারকারীদের ডেবিট কার্ডের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখন ক্রেডিট কার্ডের মাধ্যমেও UPI-তে লিঙ্ক করার কথা আরবিআইয়ের তরফে বলা হয়েছে। আজকের মুদ্রানীতি'র বৈঠক শেষে UPI কে Rupay ক্রেডিট কার্ডের সাথে লিঙ্ক করার ঘোষণা করা হয়েছে আরবিআইয়ের তরফে। তবে এর শুরুতেই Rupay ক্রেডিট কার্ডকে UPI-এর প্লাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে। এতে ডিজিটাল পেমেন্ট আরও বেশি করে মানুষ আগ্রহ পাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ব্যবহারও আরঅ সুবিধা হবে। এর জন্য পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড স্কিম পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড স্কিম কি?

পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড স্কিম কি?

বলে রাখা প্রয়োজন, স্কিম জানুয়ারি ২০২১ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে চালানো হয়ে থাকে। এর উদ্দেশ্য হল ফিজিক্যাল পয়েন্ট অফ সেল (PoS), মোবাইল ফিজিক্যাল পয়েন্ট অফ সেল (mPoS), কুইক রেসপন্স অর্থাৎ QR ব্যবহার করা। তবে এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভনর শক্তিকান্ত দাসের এহেন ঘোষণায় সাধারণ মানুষের উপকার হবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Rupay credit card holder to get facility as it will be linked to UPI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X