For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও ধামাকা! এবার জিওফাই ফোরজি রাউটার মাত্র ৪৯৯ টাকায়! জেনে নিন বিস্তারিত

রিলায়েন্স জিও-র এবারের অফার জিওফাই ফোরজি রাউটার নিয়ে। যার মূল্য ছিল ৯৯৯ টাকা। ক্যাশব্যাক অফারের মাধ্যমে বর্তমানে সেটি পাওয়া যাবে কার্যত ৪৯৯ টাকায়।

  • |
Google Oneindia Bengali News

ধামাকার পর ধামাকা। বাজারের প্রতিদ্বন্দ্বীদের কাছে ঘেঁসতে না দিতে অফারের পর অফার। রিলায়েন্স জিও-র এবারের অফার জিওফাই ফোরজি রাউটার নিয়ে। যার মূল্য ছিল ৯৯৯ টাকা। ক্যাশব্যাক অফারের মাধ্যমে বর্তমানে সেটি পাওয়া যাবে কার্যত ৪৯৯ টাকায়।

ধামাকার পর ধামাকা। বাজারের প্রতিদ্বন্দ্বীদের কাছে ঘেঁসতে না দিতে অফারের পর অফার। রিলায়েন্স জিও-র এবারের অফার জিওফাই ফোরজি রাউটার নিয়ে। যার মূল্য ছিল ৯৯৯ টাকা। ক্যাশব্যাক অফারের মাধ্যমে বর্তমানে সেটি পাওয়া যাবে কার্যত ৪৯৯ টাকায়। কী ভাবে পাওয়া যাবে জিও ফাই-এর ক্যাশ ব্যাক অফার। এর জন্য গ্রাহককে জিও ফাই ডিভাইসের সঙ্গে জিও পোস্ট পেড সিম কিনতে হবে। যা ওই জিওফাইতেই ব্যবহার করা যাবে। এর সঙ্গে জিও ফাই গ্রাহককে পোস্ট পেড প্ল্যানে অন্তত মাসে ১৯৯ টাকা করে ১২ মাসের প্ল্যান নিতে হবে। এই পোস্ট পেড প্ল্যানের টাকা জমা দেওয়ার সময়, ১২ মাসে ৫০০ টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহক। গত বছরের সেপ্টেম্বরে জিও ফাই ডিভাইসটির দাম ১৯৯৯ টাকা থেকে কমে হয়ে যায় ৯৯৯ টাকা। রিলায়েন্স জিওর পোস্ট পেড ১৯৯ টাকার প্ল্যানে রয়েছে ২৫ জিবি ডেটা, ফ্রি ভয়েস কল, আনলিমিটেড এসএমএস।

কী ভাবে পাওয়া যাবে জিও ফাই-এর ক্যাশ ব্যাক অফার

এর জন্য গ্রাহককে জিও ফাই ডিভাইসের সঙ্গে জিও পোস্ট পেড সিম কিনতে হবে। যা ওই জিওফাইতেই ব্যবহার করা যাবে। এর সঙ্গে জিও ফাই গ্রাহককে পোস্ট পেড প্ল্যানে অন্তত মাসে ১৯৯ টাকা করে ১২ মাসের প্ল্যান নিতে হবে।

এই পোস্ট পেড প্ল্যানের টাকা জমা দেওয়ার সময়, ১২ মাসে ৫০০ টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহক। গত বছরের সেপ্টেম্বরে জিও ফাই ডিভাইসটির দাম ১৯৯৯ টাকা থেকে কমে হয়ে যায় ৯৯৯ টাকা।

রিলায়েন্স জিওর পোস্ট পেড ১৯৯ টাকার প্ল্যানে রয়েছে ২৫ জিবি ডেটা, ফ্রি ভয়েস কল, আনলিমিটেড এসএমএস।

English summary
Reliance Jio has announces a new cashback offer on purchase of JioFi portable 4G router
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X