For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, নয়া সিমে দারুন ‘অফার’ গ্রাহকদের জন্য

এতদিন আয়ুর্বেদীয় ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারজাত করাই মূল লক্ষ্য ছিল পতঞ্জলির। এবার তারা প্রবেশ করল টেলিকম দুনিয়ায়।

Google Oneindia Bengali News

এতদিন আয়ুর্বেদীয় ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারজাত করাই মূল লক্ষ্য ছিল পতঞ্জলির। এবার তারা প্রবেশ করল টেলিকম দুনিয়ায়। বিএসএনএলের সঙ্গে গাঁটছড়া বেঁধে মোবাইলের জন্য সিম নিয়ে এল তারা। আপাতত পতঞ্জলির কর্মীদের মধ্যেই এই সিম বিতরণ করা হবে পরীক্ষণীয়ভাবে।

টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, নয়া সিমে দারুন ‘অফার’ গ্রাহকদের জন্য

পতঞ্জলি দেশের বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। বাবা রামদেবের প্রোডাক্ট দেশের মার্কেট অন্য অনেক প্রোডাক্টকেই চ্যালেঞ্জের মুখে ফেলেও দেয়। এবার তারা একইসঙ্গে টেলিকম দুনিয়ায় প্রবেশ করল। ভারত সঞ্চার নিগম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে তারা বাজারে সিম নিয়ে আসার পরিকল্পনা করেছে।

সোমবার বিএসএনএলের সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়। উভয় সংস্থা গাঁটছড়া বাঁধে। পতঞ্জলির সিমের নাম দেওয়া হয়েছে 'স্বদেশি সমৃদ্ধি'। আর পতঞ্জলির সিমে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। ১৪৪ টাকা রিচার্জে পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা। সেইসঙ্গে ২ জিবি ডাটা, ১০০টি এসএমএস। আর একটি বিশেষ। অফার দেওয়া হচ্ছে এই সিমে। তা হল- আড়াই লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ও ৫ লাখ টাকার চিকিৎসা বিমাও দেওয়া হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার কর্মীদের মধ্যে এই সিম বিলি করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা বাজারে আনা হবে। যঁরা এই সিম ব্যবহার করবেন, তাঁরা সংস্থার পণ্যের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। বিএসএনএলের সঙ্গে চুক্তি শেষে পতঞ্জলির কর্ণধার বলেন, বিএসএনএল হল স্বদেশি নেটওয়ার্ক। তাঁদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। বাজারে আসার পরই একসঙ্গে এক হাজারের বেশি আউটলেটে এই সিম পাওয়া যাবে। বিএসএনএল জানায়, এই সিম নিতে গেলে পতঞ্জলিকর্মীদের পরিচয়পত্র দেখাতে হবে।

English summary
Ramdev’s Patanjali ties up with BSNL and launches SIM card. Patanjali gives offer against their SIM card,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X