For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই বছরের শীতঘুম ভেঙে এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি-র বৃদ্ধি পৌঁছল ৮.২ শতাংশে

২০১৮-১৯ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপির হার পৌঁছল ৮.২ শতাংশে। গত দুই বছরের বেশি সময় পরে এতটা উপরে উঠল বৃদ্ধির হার। এদিন প্রকাশিত সরকারি তথ্য এই রিপোর্টই পেশ করেছে

  • |
Google Oneindia Bengali News

২০১৮-১৯ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপির হার পৌঁছল ৮.২ শতাংশে। গত দুই বছরের বেশি সময় পরে এতটা উপরে উঠল বৃদ্ধির হার। এদিন প্রকাশিত সরকারি তথ্য এই রিপোর্টই পেশ করেছে।

দুই বছরের শীতঘুম ভেঙে এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি-র বৃদ্ধি পৌঁছল ৮.২ শতাংশে

দেশের জিভিএ বা গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হারও একইসঙ্গে ৮ শতাংশে পৌঁছেছে। এই জিভিএ বৃদ্ধির হার উৎপাদনকারী ও যোগানদানরদের পক্ষের কী অবস্থা তার ধারণা দেয় ও জিডিপি গ্রাহকদের অবস্থা সম্পর্কে সুষ্পষ্ট ধারণা দেয়।

এর আগের কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ। তবে ২০১৭-১৮ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তা ছিল মাত্র ৫.৫৯ শতাংশ।

বিশেষজ্ঞরা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার চেয়ে অনেক উপরে বৃদ্ধির হার উঠেছে। রয়টার্সের সমীক্ষায় অর্থনীতিবিদরা ৭.৬ শতাংশের মতো বৃদ্ধির আভাস দিয়েছিলেন। সেটাকেও এবার বৃদ্ধির হার ছাপিয়ে গিয়েছে।

উৎপাদন সেক্টরে এই ত্রৈমাসিকে রেকর্ড বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি বেড়েছে ১৩.৫ শতাংশ হারে। গতবছরে এই সময়ে এই বৃদ্ধির হার ছিল মাইনাস ১.৮ শতাংশ। আগামী বছরের নির্বাচনের আগে এই ট্রেন্ড যথেষ্ট উৎসাহব্যঞ্জক বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।

English summary
Q1 GDP growth rate zooms to 8.2%, highest in over two years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X