For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিএম কার্ড থেকে লেনদেন সহ একাধিক ক্ষেত্রে নিয়ম বদলালো Post Office! সমস্যয় পড়তে না চাইল এখনই জানুন

বিজ্ঞপ্তি অনুযায়ী এক মাসে কতবার টাকা তোলা যাবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে নয়া নিয়ম অনুযায়ী এটিএমের মাধ্যমে লেনদেন বেঁধে দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হল পোস্ট অফিসে সেভিংসে বিষয়ে।

  • |
Google Oneindia Bengali News

Post Office Savings Account ATM Charges: আগামী ১লা অক্টোবর থেকে একগুচ্ছ নিয়মে রদবদল হতে চলেছে। যার মধ্যে অবশ্যই রয়েছে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্যে কাজের খবর।

আগামী ১লা অক্টোবর থেকে ATM কার্ডের উপর লাঘু হওয়া চার্জে বেশ কিছু বদল হতে চলেছে। পোস্ট অফিসের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী এক মাসে কতবার টাকা তোলা যাবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে নয়া নিয়ম অনুযায়ী এটিএমের মাধ্যমে লেনদেন বেঁধে দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হল পোস্ট অফিসে সেভিংসে বিষয়ে।

পোস্ট অফিসে নতুন এটিএম চার্জ

পোস্ট অফিসে নতুন এটিএম চার্জ

আগামী ১লা অক্টোবর থেকে বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছে। যার মাধ্যমে গুরত্বপূর্ণ পোস্ট অফিসে নতুন এটিএম চার্জ। পোস্ট অফিসে এটিএম/ডেবিট কার্ডের ক্ষেত্রে বছরে মেনটেনেন্স চার্জ দিতে হবে। ১২৫ টাকার সঙ্গে যুক্ত হবে জিএসটি। তবে বলে রাখা প্রয়োজন এই চার্জ ১লা অক্টোবর ২০২১ সাল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত কার্যকর হবে। এরপর ফের আগামী বছরের জন্যে এই টাকা কাঁটা হবে। ইন্ডিয়া পোস্ট ইতিমধ্যে তাঁদের গ্রাহককে এসএমএসের মাধ্যমে এই বিষয়ে অ্যালার্ট করেছে। আর এতেও ১২ টাকা কাঁটা হবে। এরসঙ্গে যুক্ত হবে জিএসটি।

জরুরি তথ্য

জরুরি তথ্য

অন্যদিকে যদি আপনি পোস্ট অফিসের এটিএম কার্ড যদি আপনি হারিয়ে ফেলেন এবং নতুন কার্ডের জন্যে আবেদন করেন তাহলে ৩০০ টাকা কাঁটা হবে। এরসঙ্গেও যুক্ত হবে জিএসটি। আগামী ১লা অক্টোবর থেকেও এই নিয়ম কার্যকর হতে চলেছে। এছাড়াও যদি এটিএম পিন হারিয়ে ফেলেন, তাহলে ডুপ্লিকেট পিনের ক্ষেত্রেও ১লা অক্টোবর থেকে চার্জ দিতে হবে। তবে এক্ষেত্রে কাছাকাছি কোনও শাখাতে গিয়ে পিন নম্বর নিতে হবে। আর এরজন্যে গ্রাহককে ৫০ টাকার সঙ্গে জিএসটি নিয়ে মোট টাকা দিতে হবে। যদিও সেভিংস অ্যাকাউন্টে নুন্যতম টাকা না থাকে আর যদি এটিএম সহ অন্যান্য চার্জ না কাটতে পারে পোস্ট অফিস তাহলে অতিরিক্ত ২০ টাকা করে ফাইন কেটে নেওয়া হবে। এরসঙ্গেও জিএসটি দিতে হবে। তবে এই সিদ্ধান্তে গ্রাহকদের উপরে চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

বিনামুল্যে লেনদেনের সময় শেষ!

বিনামুল্যে লেনদেনের সময় শেষ!

এখানেই শেষ নয়, ভারতীয় পোস্ট অফিস এটিএমের মাধ্যমে করা ফ্রি লেনদেনের সংখ্যাও একধাক্কাতে অনেকটাই কমিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ডাকঘরের নিজস্ব এটিএমে পাঁচটি বিনামূল্যে লেনদেন করা যাবে। আর এরপর থেকেই প্রতি লেনদেনে ১০টাকা করে চার্জ কাঁটা হবে। এরসঙ্গে আবার যুক্ত হবে জিএসটি।

কত টাকা লাগবে চার্জ

কত টাকা লাগবে চার্জ

ভারতীয় ডাকঘির এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। যেখানে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে নিজস্ব এটিএমে প্রতি মাসে পাঁচটি করে বিনামূল্যে লেনদেন করা যাবে। এরপর থেকে প্রতি লেনদেনে ৫টাকা করে কাটবে পোস্ট অফিস। এছাড়াও মেট্রো শহরগুলিতে তিনটি বিনামূল্যে লেনদেন করা যাবে। এরপর থেকে নেওয়া হবে চার্জ। মেট্রো শহরগুলির বাইরে অন্য ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করলে মোট পাঁচ বার বিনামূল্যের সুবিধা পাওয়া যাবে। এরপর থেকে টাকা কাঁটা হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Post office rule change for ATM transactions and other purpose, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X