For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে বসে মাসে ৮০ হাজার টাকা রোজগারের সুযোগ দিচ্ছে SBI! কীভাবে

ঘরে বসে রোজগার করতে কে না চায়? যদি আপনিও চান (How to start business) তাহলে অসাধারণ একটি বিকল্পের সন্ধান রইল এই (Earn money) প্রতিবেদনে। ব্যবসা করার একটি অসাধারণ আইডিয়া রইল।

  • |
Google Oneindia Bengali News

SBI ATM Franchise business: ঘরে বসে রোজগার করতে কে না চায়? যদি আপনিও চান (How to start business) তাহলে অসাধারণ একটি বিকল্পের সন্ধান রইল এই (Earn money) প্রতিবেদনে। ব্যবসা করার একটি অসাধারণ আইডিয়া রইল।

যেখানে খুব সহজে একেবারে ঘরে বসে প্রত্যেক মাসে ৮০ হাজার টাকা রোজগার করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার এটা সবদিক থেকেই সুরক্ষিত। কারণ এই ব্যবসার সুযোগ State Bank of India দিচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম ফ্র্যাঞ্চাইজি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম ফ্র্যাঞ্চাইজি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব সংস্থা। আর সেই ব্যাঙ্কের এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়ে খুব সহজেই রোজগার করতে পারবেন। যদিও ব্যাঙ্কের তরফে এটিএম মেশিন লাগানো হয় না। এজন্য যদিও আলাদা সংস্থা রয়েছে। ব্যাঙ্কের তরফে এই বিষয়ে সংস্থাগুলিকে কন্ট্রাক্ট দেওয়া হয়ে থাকে। যারা বিভিন্ন জায়গাতে এটিএম মেশিন লাগানোর কাজ করে থাকে। কিভাবে আপনি এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে-

SBI ATM ফ্র্যাঞ্চাইজি নিতে কি শর্তের প্রয়োজন?

SBI ATM ফ্র্যাঞ্চাইজি নিতে কি শর্তের প্রয়োজন?

১) SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি নিতে 50-80 বর্গফুট জায়গা থাকা প্রয়োজন।

২) একটি থেকে অন্য এটিএমের দূরত্ব নুন্যতম ১০০ মিটার হতে হবেই।

৩) মাথায় রাখতে হবে জায়গাটি যাতে গ্রাউন্ড ফ্লোরেই হয়। এমনকি সবাই যাতে জায়গাটি দেখতে পারে সেটিও অন্যতম শর্ত

৪) ২৪ ঘন্টা পাওয়ার সাপ্লাই থাকতে হবে। এর পাশাপাশি ১ কিলোওয়াট পাওয়ার সংযোগও বাধ্যতামূলক।

৫) প্রত্যেকদিন ওই এটিএম থেকে ৩০০ লেনদেন হতেই হবে। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য এটাও একটি গুরুত্বপূর্ণ শর্ত

৬) এটিএম স্পেসে একটি কংক্রিটের ছাদ থাকা উচিত।

7) V-SAT ইনস্টল করার জন্য সোসাইটি বা কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে।

এসবিআই এটিএম-এর ফ্র্যাঞ্চাইজির জন্য প্রয়োজনীয় নথি

এসবিআই এটিএম-এর ফ্র্যাঞ্চাইজির জন্য প্রয়োজনীয় নথি

প্রথমেই যিনি এই ফ্ল্যাঞ্চাইজি নিচ্ছেন তাঁর একটি আইডি প্রুফ প্রয়োজন। যেমন Aadhaar Card , Pan Card , Voter Card জমা দিতে হবে। ঠিকানার প্রমাণ হিসাবে রেশন কার্ড, বিদ্যুৎ বিল জমা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পাসবুকের প্রয়োজন হবে। জমা দিতে হবে ফটোগ্রাফ, ই-মেল আইডি কিংবা ফোন নম্বর। এছাড়াও জিএসটি নম্বর, ফাইনান্সিয়াল কিছু ডিকুমেন্টের প্রয়োজন রয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় কোনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাতে যোগাযোগ করতে পারেন।

ভুলবশত পাকিস্তানের দিকে মিসাইল ছোঁড়ায় বায়ুসেনার তিন আধিকারিক বরখাস্ত ভুলবশত পাকিস্তানের দিকে মিসাইল ছোঁড়ায় বায়ুসেনার তিন আধিকারিক বরখাস্ত

English summary
One can earn 80 thousand rupees per month from SBI Franchisee, know the steps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X