For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বালানির ওপর বিপুল এক্সাইজ ডিউটি, কী বললেন অরুণ জেটলি

পেট্রোল- ডিজেলের ওপর কোনও অবস্থাতেই এক্সাইজ ডিউটি কম করা হবে না, শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

পেট্রোল- ডিজেলের ওপর কোনও অবস্থাতেই এক্সাইজ ডিউটি কম করা হবে না। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের নানা উন্নয়নমূলকপ্রকল্পের জন্য সরকারের রাজস্বের প্রয়োজন। সেখানেই যদি করে কোপ বসানো হয় তাহলে কাজ হবে কী করে।

জ্বালানির ওপর বিপুল এক্সাইজ ডিউটি, কী বললেন অরুণ জেটলি

পেট্রোল - ডিজেলের দাম নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। দিন কয়েক আগেই একটি রিপোর্টে প্রকাশিত হয় যে, রাজ্য সরকারের ভ্যাট বাড়ানোর জন্য নয়, কেন্দ্রীয় সরকার মোটা অঙ্কের এক্সাইজ ডিউটি আদায় করছে বলেই পেট্রোল- ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে চাইছে না কেন্দ্র। তারওপর আর্থিকবৃদ্ধির হার কমেছে । সেটাও কেন্দ্রের কাছে মাথা-ব্যাথার কারণ। এই অবস্থায় পেট্রোল- ডিজেলকে জিএসটি-র আওতায় আনলে জ্বালানির দাম অনেকটাই নেমে যাবে। ফলে রাজস্ব কমবে সরকারেরও।

শুক্রবার এই প্রসঙ্গে বলতে গিয়ে জেটলি জানান, সরকার চালাতে রাজস্বের প্রয়োজন। পরিকাঠামো উন্নয়নে কর বাবদ আসা অর্থই বেশি করে কাজে লাগাচ্ছে সরকার। এই করের যোগানই যদি কমে যায় তাহলে রাস্তা-ঘাট, আলো, জলের উন্নয়ন হবে কী করে। জেটলি আরও বলেন, আজ জিডিপি যে জায়গায় দাঁড়িয়ে তার একটা বড় অংশ যোগাচ্ছে পাবলিক স্পেন্ডিং অর্থাৎ জনগণের কাছ থেকে কর হিসেবে নেওয়া অর্থ। সেইসঙ্গে রয়েছে এফডিআই। পরিকাঠামো উন্নয়নে এই দুইই বড় ভরসা সরকারের। আর এখানেই যদি কোপ বসানো হয়ে তাহলে পরিকাঠামো উন্নয়নের কাজও প্রভাবিত হবে বলেই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

[আরও পড়ুন: রাজ্য নয়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে লাভবান হয়েছে কেন্দ্রই][আরও পড়ুন: রাজ্য নয়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে লাভবান হয়েছে কেন্দ্রই]

English summary
Finance Minister Arun Jaitley said that, there is no plan to slash excise duty on fuel, government need revenue, says Jaitley.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X