For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্যুৎগতিতে ছুটছে সেনসেক্স, নিফটি, তৈরি হল সর্বকালীন রেকর্ড

স্বপ্নের উড়ানে চেপে এদিন বাজার খুলতেই সেনসেক্স সাড়ে তিনশো পয়েন্ট উপরে উঠে পার করে গেল ৩৬ হাজারের সীমা। এদিকে নিফটিও ১১ হাজারের সীমা ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড গড়ল।

  • |
Google Oneindia Bengali News

উসেইন বোল্টের মতো বিদ্যুৎগতিতে উড়ান অব্যাহত সেনসেক্স ও নিফটির। স্বপ্নের উড়ানে চেপে এদিন বাজার খুলতেই সেনসেক্স সাড়ে তিনশো পয়েন্ট উপরে উঠে পার করে গেল ৩৬ হাজারের সীমা। এদিকে নিফটিও ১১ হাজারের সীমা ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড গড়ল।

বিদ্যুৎগতিতে ছুটছে সেনসেক্স, নিফটি, তৈরি হল সর্বকালীন রেকর্ড

এশিয়ার বাজার আজ ভালো ফল করেছে। ব্যাঙ্ক অব জাপান পলিসি রেট অপরিবর্তিত রাখার প্রভাব সেনসেক্সে পড়েছে। এর পাশাপাশি ভারতীয় বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, এইচডিএফসি বড় মুনাফা লুটেছে। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক, ওএনজিসি, কোল ইন্ডিয়া, টাটা স্টিলও সেনসেক্সের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

পাশাপাশি সম্প্রতি নরেন্দ্র মোদী টিভি চ্যানেলে জনমোহিনী বাজেট হবে না বলে দাবি করেছেন। তারও পরোক্ষ প্রভাব বাজারের উপরে পড়েছে বলে মনে করা হচ্ছে।

এদিন পিএনবি হাউসিং ফিনান্স, সিম্পনি, ইন্ডিয়া বুলস হাউসিং, ইন্ডিয়া বুলস রিয়েল এস্টেট, এনআইআইটি, কম্পটন গ্রিভস, ক্যান ফিন হোমসের মতো কোম্পানি মঙ্গলবার তাদের ত্রৈমাসিক আয় ঘোষণা করবে। তার কোনও প্রভাব শেয়ার বাজারে পড়ে কিনা সেটাই এখন দেখার।

English summary
Nifty hits record, crosses 11,000, Sensex tops 36,000, another record created in Share Market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X