For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজার এবার ভরে যাবে এক টাকার নোটে! যা বলছে আরবিআই

আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নতুন নোট খুব তাড়াতাড়ি বাজারে ছাড়া হবে। এই নোটে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাসের সই থাকবে।

  • |
Google Oneindia Bengali News

নতুন এক টাকার নোট বাজারে আনতে চলেছে ভারতীয় বিজার্ভ ব্যাঙ্ক। নতুন নোটের রঙ হবে গোলাপি-সবুজ। খুব তাড়াতাড়ি তা বাজারে ছাড়া হবে বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে।

রুপি চিহ্ন দেওয়া এই নোট ভারত সরকারের তরফে ছাপা হয়েছে। বর্তমানে ১ টাকার কয়েনই বেশি তৈরি হয়। ১৯৯৪ সালের পর ১ টাকার নোট ছাপা বন্ধ করা হয়েছিল। পরে ২০১৫ সালে ফের তা বেরিয়েছে।

নতুন নোট বাজারে আনতে চলেছে আরবিআই

আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নতুন নোট খুব তাড়াতাড়ি বাজারে ছাড়া হবে। এই নোটে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাসের সই থাকবে। বাকী সমস্ত নোটে যেমন আরবিআই গভর্নরের সই থাকে তেমনই থাকবে।

নতুন এক টাকার নোটে সংখ্যা লেখা থাকবে কালো রং দিয়ে। নোটের ডানদিকের নিচের অংশে সংখ্যা লেখা থাকবে। এমনটাই আরবিআই সূত্রে জানানো হয়েছে।

English summary
New one rupee notes to be in circulation soon : RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X