For Quick Alerts
For Daily Alerts
বাজার এবার ভরে যাবে এক টাকার নোটে! যা বলছে আরবিআই
নতুন এক টাকার নোট বাজারে আনতে চলেছে ভারতীয় বিজার্ভ ব্যাঙ্ক। নতুন নোটের রঙ হবে গোলাপি-সবুজ। খুব তাড়াতাড়ি তা বাজারে ছাড়া হবে বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে।
রুপি চিহ্ন দেওয়া এই নোট ভারত সরকারের তরফে ছাপা হয়েছে। বর্তমানে ১ টাকার কয়েনই বেশি তৈরি হয়। ১৯৯৪ সালের পর ১ টাকার নোট ছাপা বন্ধ করা হয়েছিল। পরে ২০১৫ সালে ফের তা বেরিয়েছে।

আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নতুন নোট খুব তাড়াতাড়ি বাজারে ছাড়া হবে। এই নোটে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাসের সই থাকবে। বাকী সমস্ত নোটে যেমন আরবিআই গভর্নরের সই থাকে তেমনই থাকবে।
নতুন এক টাকার নোটে সংখ্যা লেখা থাকবে কালো রং দিয়ে। নোটের ডানদিকের নিচের অংশে সংখ্যা লেখা থাকবে। এমনটাই আরবিআই সূত্রে জানানো হয়েছে।